Advertisment

আলওয়ার গণপ্রহার ও হত্যা মামলা রাজ্যের বাইরে স্থানান্তরের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

জুলাই মাসে রাজস্থানের আলওয়ারের লালওয়ান্দিতে পায়ে হেঁটে গরু নিয়ে যাওয়ার সময়ে গণপ্রহারে খুন হন ৩২ বছর বয়সী গরু ব্যবসায়ী রাকবার। এ ব্যাপারে পুলিশের ভূমিকার কথা জিজ্ঞাসা করা হলে ডিএসপি জানান, বিচারবিভাগীয় ম্যজিস্ট্রেটের অধীনে তা নিয়ে পৃথক তদন্ত চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গরু চোর সন্দেহে ৩২ বছর বয়সী রাকবারকে পিটিয়ে খুন করে জনতা।

আলওয়ার গণপ্রহার মামলা রজস্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন শুনবে শীর্ষ আদালত। এ ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের আবেদন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। একই সঙ্গে পরিবারের আবেদন, আদালতের নদরদারিতেই এই তদন্ত হোক।

Advertisment

জুলাই মাসে রাজস্থানের আলওয়ারের লালওয়ান্দিতে পায়ে হেঁটে গরু নিয়ে যাওয়ার সময়ে গণপ্রহারে খুন হন ৩২ বছর বয়সী গরু ব্যবসায়ী রাকবার। জনতার মনে হয়েছিল রাকবার একজন গরুচোর।

আরও পড়ুন, আলওয়ার গণপ্রহার: স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে দেরির কথা স্বীকার করল পুলিশ

গত সপ্তাহে আলওয়ারর এক আদালতে এ ঘটনায় ধৃত তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে রাজস্থান পুলিশ। ২৫ পৃষ্ঠার ওই চার্জশিটে ধর্মেন্দ্র, পরমজিৎ এবং নরেশ, নামক তিন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। রাকবরের মৃত্যুর পরেই ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।

ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪১ ও ৩৪ ধারায় চার্জ গঠন করা হয়েছে।

আলওয়ারের ডি এস পি অশোক চৌহান বলেছেন, ‘‘এরা তিনজনেই মূল অভিযুক্ত, তবে ফৌজদারি দণ্ডবিধির ১৭৩ (৮) ধারায় অভিযুক্ত আরেকজনের বিরুদ্ধে তদন্ত স্থগিত রাখা হয়েছে। চার্জশিট অনুসারে, এরা ৩০২ ধারা সহ অন্যান্য ধারায় অভিযুক্ত। এদের অপরাধ প্রমাণিত হয়েছে। এরাই ওই ব্যক্তিকে মারধোর করেছিল, যার ফলে তার মৃত্যু হয়।’’ এ ব্যাপারে পুলিশের ভূমিকার কথা জিজ্ঞাসা করা হলে ডিএসপি জানান, তা নিয়ে বিচারবিভাগীয় ম্যজিস্ট্রেটের অধীনে তদন্ত চলছে এবং তা একটি পৃথক তদন্তের বিষয়।

এদিকে গোরক্ষা ও তৎসংক্রান্ত গণপ্রহারের ঘটনায় যেসব রাজ্য পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও জমা দেয়নি, তাদের রিপোর্ট জমাদেওয়ার ব্যাপারে সময়সীমা ধার্য করেছে সুপ্রিম কোর্ট। রাকবার খানের গণপ্রহারের ঘটনায়, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করার জন্য ওই রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার আবেদন করেছিলেন কংগ্রেস নেতা তেহসান পুনাওয়ালা। সেই মামলার শুনানিতেই এই রায় দিয়েছে শীর্ষ আদালতের বেঞ্চ।

supreme court
Advertisment