কর্মীদের জন্য বড় ধাক্কা। টুইটার ও মেটার পর কর্মী সঙ্কোচের পথে বিশ্বের অন্যতম বড় কোম্পানি অ্যামাজন। বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে সারা বিশ্ব কোম্পানিগুলো কর্মী সংকোচের পথে হাঁটতে শুরু করেছে। আমাজন জানিয়েছে ১৮,০০০ কর্মী ছাঁটাই করা হবে।
কোম্পানির সিইও অ্যান্ডি জ্যাসি এই তথ্য জানিয়েছেন। অ্যান্ডি জেসির পক্ষ থেকে একটি নোটিস জারি করে বলা হয়েছে যে সংস্থা ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে। একইসঙ্গে এর আগে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল কোম্পানিটি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন কোভিড কালে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করেছিল, কিন্তু এখন এই সিদ্ধান্ত কোম্পানির জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়াতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে সংস্থা পাশাপাশি বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে কোম্পানির আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। এ কারণে প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই ঘোষণা করেছে। অ্যামাজন ছাড়াও, সেলসফোর্স ইনকও ১০ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে।