সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংশোধনের প্রস্তাব অনুমোদিত হল। মোবাইল সিম কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আবার বাধ্যতামূলক হতে পারে আধার সংযুক্তিকরণ। আর্থিক তছরুপ দমন আইনের আওতায় আবার নতুন সংশোধন হতে পারে।
কেন্দ্রীয় সরকারের এক উচ্চ পদস্থ কর্মচারী বলেছেন, "পরিচয় যাচাইয়ের একমাত্র উপায় আধার কার্ড হবে না। ব্যাঙ্ক এবং মোবাইল, এই দুই পরিষেবার জন্য অন্য যেকোনো বৈধ পরিচয়পত্র গ্রাহ্য হবে।
সূত্রের খবর বলছে, পরিচয় যাচাই করবে যে কর্তৃপক্ষ, গ্রাহকের ব্যক্তিগত যাবতীয় তথ্যের গোপনীয়তা রক্ষা করা সেই কর্তৃপক্ষের কর্তব্যের মধ্যে পড়বে। নতুন প্রস্তাবিত বিল অনুসারে, অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নিয়ে পরিচয় যাচাই করা হবে। ১৮ বছর হয়ে গেলে গ্রাহক নিজে সিদ্ধান্ত নিতে পারবে, পরিচয়ের প্রমাণ হিসেবে কোন নথি রাখা হবে কর্তৃপক্ষের কাছে। চাইলে আগে থেকে আধার সংক্রান্ত তথ্য কর্তৃপক্ষের কাছে দেওয়া থাকলেও ১৮ বছরের পর গ্রাহক তা নিজের কাছে ফিরিয়ে অন্য প্রমাণ জমা দিতে পারবে।
রাষ্ট্রীয় স্বার্থে আধারের তথ্য জানতে চাওয়া হতে পারে, আধার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ, গত সেপ্টেম্বর মাসে রায় দিয়েছিল, বেসরকারি ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। আধার আইনের ৭ নম্বর ধারায় উল্লিখিত ক্ষেত্রগুলোর জন্যেই একমাত্র বাধ্যতামূলক হবে আধার।
Read the full story in English