ফের বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ। আমেরিকান এয়ারলাইন্সের দিল্লি গামী বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বিমানকর্মীরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেই তারা পাইলটকে পুরো ঘটনাটি জানান। তিনি গোটা বিষয়টি ATC-কে জানান, এটিসি বিমানবন্দেরর দায়িত্বে থাকা CISF জওয়ানদের সতর্ক করেন, তারাই অভিযুক্ত যাত্রীকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়।
নিউইয়র্ক থেকে-নিউ দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা সামনে আসতেই ফের হুলস্থূল। বিমানে একজন মদ্যপ যাত্রী বিমানেরই এক সহযাত্রীর গায়ে প্রস্রাব করেছেন বলে অভিযোগ।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক থেকে-নিউ দিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের AA292 নম্বর বিমানে। শুক্রবার রাত ৯টা ১৬ মিনিটে নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করে বিমানটি এবং ১৪ ঘণ্টা ২৬ মিনিট দীর্ঘ পথ পাড়ি দিয়ে শনিবার রাত ১০টা বেজে ১২ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।
বিমানবন্দর সূত্রের খবর, অভিযুক্ত যুবক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিমানের ভিতর মদ্যপ অবস্থায় ওই কাণ্ড ঘটনোর পর তিনি সহযাত্রীর কাছে ক্ষমাও চেয়ে নেনে। সহযাত্রী গোটা বিষয়টি পুলিশকে জানাতে চাননি, কারণ তাতে ওই যুবকের ক্যারিয়ারে ক্ষতি হতে পারে। তবে বিমান সংস্থাটি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) গোটা ঘটনা জানায়। এরপরই এটিসি বিমানবন্দেরর দায়িত্বে থাকা CISF জওয়ানদের সতর্ক করেন, তারাই অভিযুক্ত যাত্রীকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়।
আরও পড়ুন: < ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি! H3N2 ভাইরাসের দাপট, পরামর্শ জারি কেন্দ্রের >
সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী, যদি কোন যাত্রীর বিমানের ভিতর সহযাত্রীর সঙ্গে অশালীন আচরণের জন্য দোষী সাব্যস্ত হন, তাহলে ফৌজদারি আইনের অধীনে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য বিমান চড়াও নিষিদ্ধ করা হয়। দিন কয়েক আগেই নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বিজনেস ক্লাসে বসে থাকা এক মহিলা যাত্রীর (৭০) গায়ে একজন মদ্যপ পুরুষ যাত্রী ‘প্রস্রাব’ করেন বলে অভিযোগ। এর পর তিনি ক্রু’দের বিষয়টি জানালেও তারা ওই যাত্রীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। সূত্রের খবর এরপরই ওই মহিলা টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লিখে ঘটনার কথা জানান। এর পরেই এয়ার ইন্ডিয়া তদন্ত শুরু করে। অভিযুক্তকে আটকও করা হয়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার প্রস্রাব কাণ্ডে অতিসক্রিয় বিমান সংস্থা।