/indian-express-bangla/media/media_files/2025/03/14/OWlgWuaGlJ4Sg6N4rq2T.jpg)
দাউ দাউ করে জ্বলছে বিমান, কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি, প্রাণ বাঁচাতে ঝাঁপ, দেখুন রুদ্ধশ্বাস ভিডিও
American Airlines Plane Catches Fire: ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, প্রাণ বাঁচাতে ঝাঁপ যাত্রীদের, দেখুন ঘটনার মুহূর্তের হাড়হিম করা ভিডিও। এই ঘটনায়, ১৭২ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বারকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
BREAKING: American Airlines plane catches fire at Denver airport pic.twitter.com/DwQvCCRrNz
— BNO News (@BNONews) March 14, 2025
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ কান্ড। আমেরিকান এয়ারলাইন্সের 'ফ্লাইট ১০০৬'-এর ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনায় তোলপাড় পড়ে যায়। প্রাণ বাঁচাতে ঝাঁপ বিমানের যাত্রীদের।ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে বিমানটি কলোরাডো স্প্রিংস থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থ যাচ্ছিল। হঠাৎ করেই মাঝ আকাশে ইঞ্জিন বিকল হওয়ার কারণে ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
BREAKING: American Airlines plane catches fire at Denver Airport, video shows passengers evacuating pic.twitter.com/BjYHQPUklZ
— Insider Paper (@TheInsiderPaper) March 14, 2025
বিমানটি অবতরণের সাথে সাথেই কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানের ডানা থেকে যাত্রীরা কার্যত ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। বিমানটিতে ১৭২ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিলেন, তাদের সকলকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
BREAKING: American Airlines Flight 1006, a Boeing 737-800 traveling from Colorado Springs to Dallas, was diverted to Denver, where it was spotted on fire - reports
— Insider Paper (@TheInsiderPaper) March 14, 2025
pic.twitter.com/EHexbJrL0Q
আমেরিকান এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে বলেছে, "আমাদের অগ্রাধিকার ছিল সকল যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা। আমরা আমাদের কর্মীদের, ডেনভার বিমানবন্দর টিমকে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রথম ধন্যবাদ জানাই।" ডেনভার বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি অবতরনের পরই বিমানটিতে আগুন ধরে যায়, দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কারও আহত হওয়ার খবর নেই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us