খালিস্তানি নেতার হত্যাকে কেন্দ্র করে ভারত-কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বিগত কয়েকদিনে। এর মাঝেই NIA বিচ্ছিন্নতাবাদী, গ্যাংস্টার এবং সন্ত্রাসবাদীকে মোকাবিলা করতে ময়দানে নেমেছে।
খলিস্তানি নেতার হত্যা রহস্য নিয়ে কানাডার সঙ্গে বিবাদের মাঝেই দেশে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করল এনআইএ। ৬১ জন খলিস্তানপন্থী জঙ্গির নামের তালিকা প্রকাশ করে পাঁচ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত পুরষ্কার ঘোষণা করেছে এনআইএ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দেশে খালিস্তানি কার্যকলাপ মোকাবিলায় ২ দিনের এক বিশেষ বৈঠক করতে চলেছে। বৈঠকে হাজির থাকবেন R&AW প্রধান রবি সিনহা, গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন কুমার ডেকা এবং জাতীয় প্রযুক্তি গবেষণা সংস্থার চেয়ারম্যান অরুণ সিনহা। কানাডা এবং ভারতের মধ্যে সম্পর্কের তিক্ততার মাঝে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠকে কানাডায় অবাধে খালিস্তানি কার্যকলাপ চালিয়ে যাওয়ার মত একাধিক বিষয় উঠে আসবে।
“বর্তমানে, এনআইএ গ্যাংস্টার, সন্ত্রাসবাদী অপারেটর এবং নিষিদ্ধ খালিস্তান সংগঠনগুলির মধ্যে সংযোগের বিষয়ে নথিভুক্ত প্রায় ১০ টি মামলা তদন্ত করছে। এই বেশিরভাগ ক্ষেত্রে, ভারতে অভিযুক্তরা ইতিমধ্যেই কারাগারে বন্দী, তবে তাদের সহযোগী বা হ্যান্ডলাররা কানাডা, পাকিস্তানের মত দেশে রয়েছে৷ আমরা বিদেশ মন্ত্রকের পাশাপাশি R&AW এর সঙ্গেও সমন্বয় করছি৷ তাদের ধরার বিষয়ে সবরকমের চেষ্টা চলেছে”। জানিয়েছেন এক শীর্ষ আধিকারিক।
ওই আধিকারিক আরও জানিয়েছেন “আমরা বেশ কিছু গ্যাংস্টার, তাদের সহযোগী এবং বিদেশ থেকে আসা অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করেছি। আমরা তাদের সম্পত্তি সম্পর্কে আরও তথ্য পেতে বিভিন্ন রাজ্য পুলিশ বাহিনীর গোয়েন্দা বাহিনীর নেটওয়ার্ককে কাজে লাগাতে চাই। আমরা ভারতের পপুলার ফ্রন্টের বিরুদ্ধে যেমন করেছি, "। দেশে ব্যবহৃত চিনা সিম কার্ডের বৃদ্ধি এবং সন্ত্রাসবাদে অর্থায়নের প্রবণতাও আলোচনায় উঠে আসবে।