Advertisment

হিজাবকাণ্ডে উত্তাপ বাড়ছে, আগামী ৩ দিন হাই-স্কুল, কলেজ বন্ধের ঘোষণা রাজ্যের

মঙ্গলবার কর্নাটক হাইকোর্টের তরফে সকল পড়ুয়া এবং জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করা হয়েছে। আগামিকাল ফের শুনানি।

author-image
IE Bangla Web Desk
New Update
Amid hijab row Karnataka govt orders closure of high schools colleges for three days

উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সামনে উত্তেজনা।

হিজাব বিতর্কে ফের উত্তাপ কর্নাটকে। মঙ্গলবার কর্নাটক হাইকোর্টে ছিল শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে মামলার শুনানি। কিন্তু আদালত কক্ষে যখন শুনানি চলছে তখনই উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সামনে একদল গেরুয়া বস্ত্রধারীরা চলে আসেন। চলে তাঁদের বিক্ষোভ। পরে হিজাব পরিহিতাদের সঙ্গে গন্ডোগোলে জড়িয়ে পরেন গেরুয়া বস্ত্রধারীরা। উত্তেজনা ছড়াতেই হস্তক্ষেপ করে পুলিশ।

Advertisment

শুনানি চলাকালীন এ দিন একাধিক জুনিয়ার কলেজ ছুটি দিয়ে দেওয়া হয়। তবুও উত্তেজনা এড়ানো যায়নি। এই পরিস্থিতিতে, আগামী তিন দিন রাজ্যজুড়ে স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণা করেছে কর্নাটক সরকার।

টুইটবার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই লিখেছেন, 'আমি সকল পড়ুয়া, শিক্ষক এবং স্কুল ও কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি কর্নাটকের জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি। আমি আগামী তিন দিনের জন্য সব হাই স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।'

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে উদুপির সরকারি প্রি-ইউনিভার্সিটি কলেজ ফর গার্লস-এ অধ্যয়নরত পড়ুয়াদের একাংশ কর্নাটক হাইকোর্টে আপিল করেছিল। ফের এই মামলার শুনানি রয়েছে বুধবার। মঙ্গলবার কর্নাটক হাইকোর্টের তরফে সকল পড়ুয়া এবং জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করা হয়েছে। বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের বেঞ্চ জানিয়েছে, 'এই আদালত ছাত্র ও জনসাধারণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করেছে। আদালতের জনসাধারণের প্রজ্ঞা এবং উৎকর্ষের উপর পূর্ণ আস্থা রয়েছে এবং আশা করে সেটির অনুশীলন করা হবে।' জনগণকে ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রাখতে বলে, বিচারপতি দীক্ষিত পর্যবেক্ষণ, শুধুমাত্র কিছু দুষ্টু লোকই বিষয়টিকে জিইয়ে রাখতে চায়। পড়ুয়াদের বিক্ষোভ, স্লোগান দেওয়া এবং একে অপরকে আক্রমণ করার বিষয়টি মোটেই ভাল নয়।

রাজ্যের বিরোধী দল কংগ্রেসের প্রদেশ সভাপতি টুইটে লিখেছেন, 'কর্নাটকের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছে একটিতে যে জাতীয় পতাকার বদলে গেরুয়া পতাকা দেউত্তোলন করা হয়েছে। আমি মনে করি আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো এক সপ্তাহ বন্ধ রাখা উচিত। অনলাইনে পাঠদান চলতে পারে।' এরপরই কর্নাটক সরকারের হাই স্কুল ও কলেজ বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যার প্রেক্ষিতে ফের টুইটে ডিকে শিবকুমার জানান, তাঁর কথা শোনা হয়েছে। কর্নাটক সরকারের সিদ্ধান্তে তিনি খশি। এরপরের কাজ অবশ্যই সমস্যার সমাধানের চেষ্টা করা।

Read in English

karnataka Hijab
Advertisment