আমেরিকায় বর্তমানে নিষিদ্ধ 'শিখ ফর জাস্টিস' (এসএফজে) সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নু ফের ভারত বিরোধী স্লোগান দিয়েছেন। গুরপতবন্ত সিং পান্নুর বিরুদ্ধে আগে থেকেই দেশদ্রোহের অনেক মামলা রয়েছে। খালিস্তানি সন্ত্রাসবাদী পান্নু দিল্লির আইএসবিটি এলাকায় ফ্লাইওভারের দেওয়ালে এবং আরও কিছু জায়গায় খালিস্তানপন্থী স্লোগান লিখেছেন। দিল্লি পুলিশের আধিকারিকরা জানিয়েছেন যে এই বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুরো ঘটনার ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে দিল্লি পুলিশ। সঙ্গে সঙ্গে সব স্লোগান মুছে ফেলা হয়। পান্নু এমন দুঃসাহস এই প্রথম নয়। পান্নু ১৫ অগাস্ট এবং G20 এর আগে দিল্লিতে ভারতবিরোধী স্লোগান লিখেছিলেন। দুটি ঘটনাই প্রকাশ করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
উত্তর দিল্লির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমরা এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছি এবং এখন তদন্ত শুরু করা হচ্ছে। খালিস্তানি সন্ত্রাসবাদী পান্নুর এই ভিডিও সামনে আসার পর থেকে দিল্লির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানীতে যেভাবে খালিস্তানি সন্ত্রাসবাদীরা সক্রিয় হয়ে উঠেছে তা খুবই উদ্বেগের বিষয়।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভিডিওতে খালিস্তানি সন্ত্রাসবাদী পান্নুকে বলতে শোনা যায়, 'দিল্লি খালিস্তান হয়ে যাবে।' পান্নু বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মো্দী, হরদীপ সিং নিজ্জার হত্যার জন্য আপনি দায়ী এবং শিখ ফর জাস্টিস এই হত্যার প্রতিশোধ নেবে। আমেদাবাদে ৬ অক্টোবর থেকে শুরু হওয়া আইসিসি বিশ্বকাপ আমাদের লক্ষ্য’।
পান্নুর এই ভিডিও এমন এক সময়ে সামনে এসেছে যখন ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে। এই বিরোধের কারণ খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যা কাণ্ড। ১৮ জুন কানাডায় নিজ্জারকে খুন করা হয়। কানাডা বলছে, নিজ্জার হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত। ভারত দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেছে এবং কানাডাকে প্রমাণ উপস্থাপন করতে বলেছে।