Advertisment

সাত মাসে সর্বোচ্চ সংক্রমণ, উৎসবের মরসুমে ফের করোনায় মৃত্যু…, দেশে জুড়ে চরম উদ্বেগ

২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৭৫২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid cases in India today, India Covid cases, Covid variant JN.1, JN.1 cases in India, coronavirus cases in India today, India coronavirus cases, latest news",

২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৭৫২ জন।

ভয় ধরাচ্ছে দেশের করোনার ক্রমবর্ধমান পরিসংখ্যান। নয়া ভ্যারিয়েন্ট JN.1 উদ্বেগের মাঝে সাত মাসের নিরিখে সর্বোচ্চ সংক্রমণ দেশে। গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। শনিবার ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। যা গত সাত মাসে সর্বোচ্চ। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪২০। কেরল, কর্ণাটক এবং রাজস্থানে কোভিড পজিটিভ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Advertisment

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। যা ২১ মে থেকে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে সাব-ভেরিয়েন্ট JN.1-এর প্রকোপ বৃদ্ধি পাওয়াতেই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘন্টায় কেরলে ২ জন, রাজস্থান ও কর্ণাটকে এক করে মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে দেশে মৃত্যের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৩৩,৩৩২-এ পৌঁছেছে।

আজ সকাল ৮টার শেষ আপডেট অনুসারে ১৭ টি রাজ্যে কোভিড ১৯ মাথাচাড়া দিয়েছে। তাদের মধ্যে, কেরল (২৬৬) কর্ণাটক (৭০), মহারাষ্ট্র (১৫), তামিলনাড়ু (১৩) এবং গুজরাট (১২) শীর্ষে রয়েছে। ২১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে কোভিড সাব-ভেরিয়েন্ট JN.1- ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ২২ জন। তাদের মধ্যে ১৯ জন সন্ধান গোয়ার এবং একজন কেরল ও মহারাষ্ট্রের।

Covid-19 in India
Advertisment