নয়া কোভিড ভ্যারিয়েন্ট JN.1আতঙ্কের মধ্যে, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। যা গতকালের তুলনায় কিছুটা কম। পাশাপাশি একদিনে করোনা আক্রান্ত হয়ে দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সোমবার ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। ভাইরাস সংক্রমিত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এই মুহূর্তে দেশে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৯৪। তিনটি প্রাণহানির ফলে মৃতের সংখ্যা ৫,৩৩,৩৬৪-এ পৌঁছেছে।মন্ত্রকের মতে, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-কে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৪৮ জন। দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। মৃত্যুর হার ১.১৮ শতাংশ।
রবিবার, দেশে ৮৪১টি টি নতুন কোভিড ১৯ কেস রিপোর্ট করা হয়েছে যা গত ২২৭ দিন বা সাত মাসের মধ্যে সর্বোচ্চ।বিশেষজ্ঞরা কমোর্বিডিটিসে আক্রান্ত ব্যক্তিদের এবং বয়স্কদের ভিড় এড়িয়ে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। এখনও অবধি, JN.1 সাব-ভেরিয়েন্টের ১৭৮ টি কেস রিপোর্ট করা হয়েছে।