প্রতিটি হাসপাতালে করোনা রোগীর ভিড় বেড়েছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে সংক্রমণ বেড়েছে ভারতেও। বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪,০৫৪ । যার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। পাশাপাশি কেরলে একজনের মৃত্যুর খবর মিলেছে।
কেরলে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন কেরালায় ১২৮ জন। পাশাপাশি অন্যান্য রাজ্যেও বাড়ছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। এর মধ্যে রয়েছে কর্ণাটক (৭৩), মহারাষ্ট্র (৫০), রাজস্থান (১১), তামিলনাড়ু (৯) এবং তেলেঙ্গানা (৮) জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভয়াবহ আকার নিয়েছে JN.1 সংক্রমণ। এবার করোনা ভাইরাসের এই প্রজাতির সংক্রমণ নিয়ে সতকর্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নয়া প্রজাতির সংক্রমণের হাত থেকে বাঁচতে পুনরায় কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
যদিও বর্তমান সংক্রমণের ঘটনাগুলি থেকে স্পষ্ট, JN.1-এর সংক্রমণে শারীরিক ঝুঁকি কম। তবে এই ভাইরাস ক্রমাগত বিবর্তিত হবে। তাই নজরদারি এবং করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে হু'র তরফে। যদিও দ্রুত সংক্রমণ ছড়ালেও এটা গুরুতর নয় বলে আশ্বাস দিয়েছে এইমস। তবে পুনরায় কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এইমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।