Advertisment

বিরাট লাফ, সাত মাসে দেশে সর্বোচ্চ সংক্রমণ, ভিড় এড়িয়ে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪১ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
5 new covid cases in kolkata

KP.2: উদ্বেগ বাড়াচ্ছে করোনা।

নয়া কোভিড ভ্যারিয়েন্ট JN.1-এর বাড়বাড়ন্তের মধ্যে, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪১ জন। যা গত ৭ মাসে সর্বোচ্চ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টাইয় দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪১ জন। যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। যেখানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩০৯।

Advertisment

পাশপাশি কেরল, কর্ণাটক এবং বিহারে এক জন করে মোট তিনজনের মৃত্যুর খবর মিলেছে।রবিবার ভারতে ৮৪১ টি নতুন কোভিড সংক্রমণের ঘটনা স্বাস্থ্য মন্ত্রকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই সংক্রমণ গত ২২৭ দিন বা সাত মাসের মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

শনিবার, দেশে ৭৪৩ জন করোনা সংক্রমিত হন। পাশপাশি সাতজনের মৃত্যুর খবর মিলেছে।২০২০ সালের জানুয়ারিতে কোভিডের বাড়বাড়ন্তের পর ভারতে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমিত হয়েছেন ৪,৫০,১৩,২৭২ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৫,৩৩,৩৬১ জন।দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। পাশাপাশি দেশে মোট ২২০.৬৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে।

বর্ষবরণের মাঝে করোনার এই বাড়বাড়ন্ত ঠেকাতে সতর্ক স্বাস্থ্য দফতর। নাগরিকদের কোভিড -১৯ প্রোটোকল মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা কমোর্বিডিটিসে আক্রান্ত ব্যক্তিদের এবং বয়স্কদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এ পর্যন্ত, শুক্রবার পর্যন্ত নয়টি রাজ্য থেকে JN.1 সাব-ভেরিয়েন্টের ১৭৮ টি কেস রিপোর্ট করা হয়েছে, গোয়াতে সর্বোচ্চ ৪৭ টি এবং কেরলে ৪১ টি কেস রিপোর্ট করা হয়েছে৷

coronavirus
Advertisment