Advertisment

ব্রিটেনেও খালিস্তানিদের তাণ্ডব, ভারতীয় হাইকমিশনারের ওপর চড়াও, তোলপাড় ফেলা ঘটনা!

ব্রিটেনে ভারতীয় হাইকমিশনারকে স্কটল্যান্ডের গুরুদ্বারে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Vikram Doraiswami, Vikram Doraiswami latest news, Vikram Doraiswami denied entry to Scotland gurudwara, who is Vikram Doraiswami, Indian High Commissioner to UK Vikram Doraiswami, Vikram Doraiswami Scotland gurudwara news, Vikram Doraiswami British radical Sikhs,"

ব্রিটেনে ভারতীয় হাইকমিশনারকে স্কটল্যান্ডের গুরুদ্বারে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার খুন এবং ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগের পর বিতর্ক দিন দিন বাড়ছে। কানাডার পর এখন ব্রিটেনেও খালিস্তানিদের তান্ডব বেড়েই চলেছে। স্কটল্যান্ডে, কিছু খালিস্তানি সমর্থক হঠাৎ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে ঘিরে ফেলে। গুরুদ্বারে যাওয়ার সময় তাঁর পথ আটকানো হয়। এই নিয়ে তোলপাড় পড়ে যায়।

Advertisment

ব্রিটেনেভারতীয় হাইকমিশনারকে স্কটল্যান্ডের গুরুদ্বারে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির খতিয়ে দেখে ভারতীয় হাইকমিশনারের অনুষ্ঠান স্থগিত করা হয়। স্কটল্যান্ডে ব্রিটিশ খালিস্তানিদের একটি দল ভারতীয় হাইকমিশনর বিক্রম দোরাইস্বামীকে স্থানীয় একটি গুরুদ্বারে প্রবেশ করতে বাধা দেয়।

ভারতীয় হাইকমিশনর বিক্রম দোরাইস্বামী গুরুদ্বারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উপস্থিত খালিস্তানি সমর্থকরা তাঁকে থামিয়ে দেয়। সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যা নিয়ে ভারত ও কানাডার মধ্যে রাজনৈতিক বিরোধের মাঝেই এই ঘটনা তোলপাড় ফেলেছে আন্তর্জাতিক ক্ষেত্রে।

ব্রিটেনের স্কটল্যান্ডে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা প্রকাশ্যে এসেছে। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে খালিস্তানিরা একটি গুরুদ্বারে যেতে বাধা দেয়। বিক্রম দোরাইস্বামী গুরুদ্বার কমিটির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ৩-৪ জন খালিস্তানপন্থী সমর্থক তাঁকে গুরুদ্বারে প্রবেশ করতে বাধা দেয় এবং স্লোগান দিতে থাকে।

এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে, খালিস্তানিরা ভারতীয় হাইকমিশনারের গাড়ির দরজাও টেনে ধরে। কিছুক্ষণের মধ্যে ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী তার চালককে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেন এবং তিনি অনুষ্ঠানে যোগ না দিয়ে গুরুদ্বারের গেট থেকে ফিরে যান। তিনি গুরুদ্বার কমিটির আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর নিরাপত্তার কোন ব্যবস্থা ছিল না।

ভারত বিষয়টি ব্রিটেনের বিদেশমন্ত্রকের কাছে তুলে ধরেছে। এবং একই সঙ্গে এই বিষয়ে ভারতের অবস্থান জানিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, দিল্লিতে G20 সম্মেলনে বলেছিলেন যে "কোন প্রকার হিংসাত্মক কার্যকলাপ অথবা চরমপন্থা" দেশে গ্রহণযোগ্য নয়। খালিস্তান ইস্যু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সুনাক বলেন, "আমমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই ব্রিটেনে কোনো ধরনের চরমপন্থা বা হিংসাত্মক কার্যকলাপ গ্রহণযোগ্য নয়।" তিনি যোগ করেছেন যে খালিস্তানিপন্থী চরমপন্থা মোকাবেলায় ব্রিটেন ভারত সরকারের সঙ্গে কাজ করছে।

Khalistani Britain
Advertisment