Advertisment

বিশ্বযুদ্ধের ভ্রুকুটি, দিল্লির অবস্থান নিয়ে ধন্দ, মোদীর উপস্থিতিতে কোয়াডে তুলকালামের সম্ভাবনা?

শুধু আমেরিকাই নয়, কোয়াডের আরও দুই সদস্য অস্ট্রেলিয়া ও জাপানও রাশিয়ার ইউক্রেনে হামলার সমালোচনা করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Second year in a row, Indian funds in Swiss banks rise; at 14-yr high in 2021

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রুশ আগ্রসনে লন্ডভন্ড ইউক্রেন। তীব্র বিরোধীতায় আমেরিকা। ভারত রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে রাশিয়ার বিপক্ষে ভোট না দিলেও এই হামলার নিন্দা করেছে। এই অবস্থায় আজ, বৃহস্পতিবার কোয়াডগোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃত্বের ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতমার্চের পর আবারও চতুর্দেশীয় জোটের বৈঠকে অংশ নেবের ভারতীয় প্রধানমন্ত্রী।

Advertisment

শুধু আমেরিকাই নয়, কোয়াডের আরও দুই সদস্য অস্ট্রেলিয়া ও জাপানও রাশিয়ার ইউক্রেনে হামলার সমালোচনা করেছে।

গত মাসের ১১ তারিখ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মেলবোর্নে কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। কোয়াডভুক্ত চার দেশই সহমতে পৌঁছায় যে, কোনও দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব বজায়ের পক্ষে ও আন্তর্জাতিক আইন ভেঙে জোর করে দখলদারির বিরুদ্ধে। কার্যত যা চিনের কাছে বড় বার্তা বলে বিবেচিত হয়।

রাশিয়া প্রসঙ্গে ঘরে বাইরে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকা কয়েকদিন আগেই দিল্লির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। এই প্রেক্ষিতে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতার সঙ্গে মোদীর বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Read in English

Quad Summit PM Modi Russia-Ukraine Conflict
Advertisment