Advertisment

India-China Clash:গালওয়ানেই থেমে থাকেনি চিন, সীমান্তে একাধিক হামলা ড্রাগনের দেশের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় এশিয়ার দুই বৃহত্তম দেশের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকেই ভারত ও চিনের মধ্যে সীমান্ত উত্তেজনা। এমন পরিস্থিতিতে উভয় পক্ষই সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। তবে গালওয়ানের ঘটনার পর ভারত ও চিনের সেনাদের মধ্যে সীমান্তে আরও দুটি সংঘর্ষ হয়েছে, যার তথ্য এতদিন দেওয়া হয়নি। দুই দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষ হয় ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের নভেম্বরের মধ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
India China border"," Galwan clash 2020"," India China border clash"," India China border dispute"," India China LAC

গালওয়ানেই থেকে থাকেনি চিন, সীমান্তে আরও দুটি হামলা ড্রাগনের দেশের, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় এশিয়ার দুই বৃহত্তম দেশের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকেই ভারত ও চিনের মধ্যে সীমান্ত উত্তেজনা। এমন পরিস্থিতিতে উভয় পক্ষই সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। তবে গালওয়ানের ঘটনার পর ভারত ও চিনের সেনাদের মধ্যে সীমান্তে আরও দুটি সংঘর্ষ হয়েছে, যার তথ্য এতদিন দেওয়া হয়নি। দুই দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষ হয় ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের নভেম্বরের মধ্যে।

Advertisment

রিপোর্ট অনুযায়ী, গত ১৩ জানুয়ারি সেনার ওয়েস্টার্ন কমান্ডের সদর দফতর চণ্ডীমন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বীরত্বের জন্য পুরস্কৃত করা হয়েছিল সেনা জওয়ানদের। সেই অনুষ্ঠানের ভিডিও সেনার তরফ থেকে ইউটিউবেও আপলোড করা হয়েছিল। সেখানে পুরস্কার প্রদানের সময় সংক্ষিপ্ত ভাবে ভারত-চিন সংঘর্ষের বিবরণ পড়ে শোনানো হয়। তবে পরবর্তীকালে সেই ভিডিওটি মুছে দেওয়া হয়।

সংবাদ সংস্থা পিটিআই- জানিয়েছে নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলএসি) ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষের অন্তত দুটি ঘটনা ঘটেছে। সেনা কর্মীদের দেওয়া বীরত্ব পুরস্কারের বিবরণীতে এই সংঘর্ষের কথা উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের সময় উভয় পক্ষের সেনারা আহত হয়েছে কি না এই ঘটনার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: < Iran Missile attack in Pakistan: মুহুর্মুহু মিসাইল হামলা ইরানের, মৃত্যু…! ‘মারাত্মক পরিণতির’ হুঁশিয়ারি পাকিস্তানের >

সরকার বা সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি

'বীরত্ব পুরষ্কারের' উদ্ধৃতি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, সেপ্টেম্বর ২০২১ থেকে ২০২২-এর নভেম্বর- এর মধ্যে ভারতীয় সেনা এবং পিপলস লিবারেশন আর্মির সৈন্যদের মধ্যে সীমান্তে-তে সংঘর্ষ হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। কেন্দ্রীয় সরকারও কোনো তথ্য দেয়নি। একই সঙ্গে চিনের সেনাবাহিনী বা সেখানকার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এলএসি-তে সেনাবাহিনী সতর্কতা বাড়িয়েছে

একইসঙ্গে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর সীমান্তে নজরদারিও বাড়িয়েছে সেনা। ভারতীয় সেনাবাহিনী ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চিনের ঘৃণ্য কার্যকলাপ মোকাবেলায় ট্যাঙ্ক থেকে সৈন্য সব কিছুর মোতায়েন বাড়িয়েছে। এলএসি-তে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে সংঘর্ষের অনেক ঘটনা এর আগেও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি চিনা সৈন্যরাও এলএসির তাওয়াং সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, ভারতীয় সেনারা তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে।

২০২০ গালওয়ান সংঘর্ষের পর গত সাড়ে তিন বছরে ভারতীয় এবং চিনা সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড, যার সদর দফতর চণ্ডীমন্দিরে রয়েছে, ১৩জানুয়ারি অনুষ্ঠানের একটি ভিডিও আপলোড করেছিল যাতে তার ইউটিউব চ্যানেলে বীরত্ব পুরস্কারের ধারাভাষ্য রয়েছে। সেখান থেকেই এই তথ্য সামনে আসে। কিন্তু সোমবার তা মুছে দেওয়া হয়। উদ্ধৃতিগুলিতে উল্লেখিত ঘটনাগুলি ২০২১-এর সেপ্টেম্বর থেকে ২০২২-এর নভেম্বরের মধ্যে ঘটেছে বলেই জানা গিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

india china standoff
Advertisment