Advertisment

শাহের করোনা পরীক্ষা বাকি, স্বরাষ্ট্রমন্ত্রক জানাতেই টুইট মুছলেন মনোজ

স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে, অমিত শাহের এখনও করোনা পরীক্ষা বাকি রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ

অমিত শাহ

অমিত শাহ করোনা নেগেটিভ। রবিবার সকালে টুইট করে এই খবর দিয়েছিলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। এরপরই স্বারষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় যে, শাহের করোনা পরীক্ষা এখনও বাকি রয়েছে। এরপরই শাহের করোনা নেগেটিভ সংক্রান্ত টুইটটি মুছে দেন মনোজ।

Advertisment

#COVID19 test of Home Minister Amit Shah has not been conducted so far: Ministry of Home Affairs (MHA) Official https://t.co/8UaeUtNgBp

— ANI (@ANI) August 9, 2020

করোনামুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। রবিবার বিজেপি নেতা মনোজ তিওয়ারি টুইট করে এই ঘোষণা করেন। টুইটে মনোজ লিখেছেন যে, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।'

দলের শীর্ষ নেতা করোনামুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছিল গেরুয়া শিবিরে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণায় ফের অস্বস্তি বাড়ল।

একসপ্তাহ আগেই অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। ওই দিনই হাসপাতালে ভর্তি হন তিনি। নিজেই টুইটে লেখেন, 'প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজেটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।'

তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদেরও স্বাস্থ্য বিধি অনুসরণ করার জন্য টুইটেই অনুরোধ জানিয়েছিলেন অমিত শাহ। সেই মতো আইসোলেশনে চলে যান বেশ রবিশঙ্করপ্রসাদ, বাবুল সুপ্রিয়র মতো বেশ কয়েকজন কেন্দ্রীয়মন্ত্রী। এছাড়া, বাংলার সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক সহ একাধিক সাংসদও একই পথ অনুসরণ করেন।

অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও আরোগ্য কামনা করে টুইট করেন।

করোনা সংক্রমিত হওয়ায় গত ৫ অগাস্ট অযোধ্যায় ভূমি পুজোতেও উপস্থিত হতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah corona
Advertisment