Advertisment

দিল্লি পুলিশকে প্ররোচনায় পা না দেবার বার্তা অমিত শাহের

অমিতভাষণের ঘণ্টা কয়েক আগেই প্রকাশ্যে এসেছে নয়া সিসিটিভি ফুটেজ, যাতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের রিডিং রুমে ঢুকে জামিয়া মিলিয়ার ছাত্রদের ব্যাপক পেটাচ্ছে দিল্লি পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, Jamia

দিল্লি পুলিশের অনুষ্ঠানে অমিত শাহ (ছবি- প্রেম নাথ পাণ্ডে)

কঠোর হাতে দুষ্কৃতী দমন যেমন করতে হবে, তেমনই প্ররোচনায় পা দিলে চলবে না। দিল্লি পুলিশকে বার্তা দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

দিল্লি পুলিশের এক বার্ষিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, "সমস্ত রকম ক্রোধ ও প্ররোচনা সত্ত্বেও দিল্লি পুলিশকে শান্ত থাকতে হবে এবং মানুষকে রক্ষা করবার জন্য দুষ্কৃতীদের কড়া হাতে মোকাবিলা করতে হবে।"

দেশের তথা পৃথিবীর মেট্রোপলিটন শহরগুলির মধ্যে অগ্রণী বলে দিল্লি পুলিশকে আখ্যা দিয়ে তিনি বলেন, "আমার বিশ্বাস, দিল্লি পুলিশ বহুবার সর্দার প্যাটেলের প্রত্যাশা পূরণ করেছে।"

আরও পড়ুন: অনুমতি নেই, শাহের বাড়ি অভিমুখে শাহিনবাগের মিছিল আটকাল পুলিশ

অমিতভাষণের ঘণ্টা কয়েক আগেই প্রকাশ্যে এসেছে নয়া সিসিটিভি ফুটেজ, যাতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের রিডিং রুমে ঢুকে জামিয়া মিলিয়ার ছাত্রদের ব্যাপক পেটাচ্ছে দিল্লি পুলিশ। গত ১৫ ডিসেম্বর ক্যা বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে ওঠে জামিয়া এলাকা। বিক্ষোভকারীরা পুলিশক লক্ষ্য করে পাথর ছুড়েছে ও পাবলিক বাসে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়।

অমিত শাহ বলেন, পুলিশের প্রতি গঠনমূলক সমালোচনা সর্বদাই স্বাগত, তবে মনে রাখতে হবে কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারের বেশি পুলিশ কর্মী।

amit shah caa
Advertisment