ঠিক এক বছর আগে হিন্দি ভাষার হয়ে সওয়াল করে তুমুল বিতর্ক বাধিয়েছিলেন অমিত শাহ। এক বছর পর আবারও হিন্দি ভাষার গুণগান শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলায়। সরকারি দফতরে হিন্দি ভাষায় কাজ করার আহ্বান জানালেন মোদী সেনাপতি। হিন্দি দিবসে শাহ বললেন, ''কেন্দ্রীয় মন্ত্রক, দফতর, ব্য়াঙ্কের সমস্ত শীর্ষ আধিকারিকদের কাছে আর্জি রাখছি, অফিসের কাজে প্রাথমিকভাবে হিন্দি ভাষা ব্য়বহার করুন, এতে অন্য়রা উদ্বুব্ধ হবেন''।
হিন্দি ভাষার সওয়াল করতে গিয়ে এদিন শাহ আরও বলেছেন, ''আগামী প্রজন্মকে বেশিরভাগ তথ্য় হিন্দিতে সরবরাহ করা হোক, এতে তাঁরা হিন্দিতে কাজ করতে প্রেরণা পাবেন''। একইসঙ্গে ভারতীয় ভাষায় কথা বলতে যুবাদের কাছে আর্জি রেখেছেন অমিত শাহ। অভিভাবকদের উদ্দেশে তাঁর বার্তা, তাঁরা যেন তাঁদের সন্তানদের সঙ্গে আঞ্চলিক ভাষায় কথা বলেন।
আরও পড়ুন: এক্সক্লুসিভ: চিনা নজরদারিতে মোদী-মমতা-সোনিয়া সহ বহু গণ্যমান্য
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেছেন, ''হিন্দি অন্য়ান্য় আঞ্চলিক ভাষার পরিপূরক ও সমৃদ্ধ করেছে। স্থানীয় কোনও ভাষার সঙ্গে এর কোনও প্রতিযোগিতা নেই। এটা গুরুত্বপূর্ণ যা গোটা দেশের কাছে স্পষ্ট ''।
উল্লেখ্য়, গত বছরও হিন্দি ভাষার হয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল শাহকে। সে বছর প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছিলেন, ''এক দেশ, এক ভাষা...ভারতে বিভিন্ন ভাষা রয়েছে। প্রত্য়েকটি ভাষার নিজস্ব গুরুত্ব রয়েছে। কিন্তু এটা খুবই জরুরি যে গোটা দেশে একটা ভাষা থাকা দরকার, যা বিশ্বে একটা রাষ্ট্রকে চিহ্নিত করবে। যদি কোনও একটা ভাষা থাকে, যা গোটা দেশকে এক সুতোয় বাঁধতে পারে, তা হল হিন্দি''। শাহের এই মন্তব্য়ে ঘিরে সরব হয়েছিলেন বিরোধীদের একাংশ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন