প্রজাতন্ত্র দিবস এবং তার পরও কৃষকদের সঙ্গে পুলিশি সংঘর্ষে উত্তপ্ত হয় দিল্লি। এই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশও আহত হয়েছেন বলে জানিয়েছিল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার সেই সকল আহতদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দুটি হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। শাহ এও বলেন, "আমরা পুলিশদের সাহস ও সাহসিকতার জন্য গর্বিত।"
এদিকে, প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হিংসা ছড়ানোর ঘটনায় ২৫ কৃষক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ওই সকল নেতাদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে দিল্লি পুলিশ। তাঁদের পাসপোর্টও জমা দিয়ে দিতে বলা হয়েছে।
কেন্দ্রের তিনটি কৃষি আইন নিয়ে প্রতিবাদ করা কৃষক নেতাদের বিরুদ্ধে দাঙ্গা, ফৌজদারি ষড়যন্ত্র, খুনের চেষ্টা ও ডাকাতির অভিযোগে মামলা করা হয়েছিল। পুলিশ জানিয়েছে এই ঘটনা 'পূর্ব পরিকল্পনা'। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ, আটক হয়েছে ৫০ জন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন