Advertisment

মোদী-শাহ বৈঠক, লকডাউন নিয়ে কী কথা হল?

মনে করা হচ্ছে, আগামী ২ দিনের মধ্য়েই লকডাউন নিয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে কেন্দ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
gujarat coronavirus cases, করোনাভাইরাস, pm narendra modi, amit shah, মোদী, মোদি, অমিত শাহ, covid cases, করোনা আপডেট coronavirus news, latest news, অভিষেক মনু সিঙভি, কংগ্রেস, congress

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রোজই দেশে বাড়ছে করোনার বাড়বাড়ন্ত। এই প্রেক্ষিতে ভাইরাস রুখতে ২ দিন বাদেই শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। এই আবহে দেশে লকডাউনের মেয়াদ বাড়বে কি? পঞ্চম দফার লকডাউন হলে তা কেমন হবে? এ নিয়ে জোর জল্পনা গোটা দেশে। এই প্রেক্ষাপটে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisment

উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে মত জানতে বৃহস্পতিবারই সব রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। মুখ্য়মন্ত্রীদের সেই মতামত সম্পর্কে এদিন মোদীকে জানিয়েছেন শাহ, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।

আরও পড়ুন: লকডাউন ৫.০: কীসে ছাড়, কীসে সম্ভাব্য নিষেধাজ্ঞা?

মনে করা হচ্ছে, আগামী ২ দিনের মধ্য়েই লকডাউন নিয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবে কেন্দ্র। এদিকে, ভাইরাসের থাবায় দেশে আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯। ভারতে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৪ হাজার ৭০৬।

প্রসঙ্গত, লকডাউনের আগের দফাগুলির ক্ষেত্রে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে দেখা গিয়েছে মোদীকে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্য়মে সব রাজ্য়ের মতামত নিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে এবার মুখ্য়মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ।

জানা যাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর পক্ষে সওয়াল করেছেন অনেক রাজ্য়ই। আগামী ১ জুন থেকে শপিং মল ও মাল্টিপ্লেক্স খোলার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে কর্নাটক। পাশাপাশি, সোমবার থেকে রেস্তোরাঁ খোলার ভাবনাচিন্তা করছে গোয়া। জুন-জুলাইয়ে অধিকাংশ উৎসব রয়েছে, সে কারণে এই সময় বিধিনিষেধ আরও শিথিল করার পক্ষে অনেক রাজ্য়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi amit shah
Advertisment