Advertisment

অনুপ্রবেশ নিয়ে আসামে কংগ্রেসকে তোপ অমিত শাহের, দুর্নীতি-সন্ত্রাসবাদমুক্ত অসম গড়ার ডাক

'কংগ্রেস সরকার অনুপ্রবেশ সমস্যার সমাধান করেনি। কারণ সেটা ওদের ভোটব্যাঙ্ক।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একমাত্র বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসমকে দুর্নীতি ও সন্ত্রাসবাদমুক্ত করতে পারবে। কোকরাঝাড়ে এক জনসভায় এমন মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, 'বিটিআরএ বা বড়োল্যান্ড চুক্তি দিয়েই আসামে সন্ত্রাস ও সন্ত্রাসবাদমুক্ত হবে। পাশাপাশি আসামবাসীর অধিকার, সংস্কৃতি, ভাষার অধিকার সুরক্ষিত হবে। এভাবেই অসমবাসীর পাশে থাকবে বিজেপি সরকার।'

Advertisment

যারা বোরো এবং অ-বোরো জাতি ভাগ করে এ যাবৎকাল আসামে সন্ত্রাস ছড়িয়েছে, অশান্তি করেছে এই জনসভা তাঁদেরকে জবাব। অমিত শাহকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। তিনি সেই সভা থেকে দাবি করেছেন, 'এই সভায় বড়ো-অবড়ো, দুজনেই উপস্থিত।'রাজ্য ও কেন্দ্রের পূর্বতন কংগ্রেস সরকারকে তোপ দেগে শাহ বলেন, 'এর আগের সরকার সন্ত্রাসবাদীদের সঙ্গে একাধিক চুক্তি করেছে। কিন্তু কোনওটাই ইতিবাচক নয়। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপি আগ্রহী বড়ো চুক্তি বাস্তবায়িত করতে।

নলবাড়ির সেই জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বের শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছেন। আমরা বড়ো শান্তি চুক্তি করেছি। ব্রু-রিয়াং ইস্যু আর ৮ সশস্ত্র বাহিনীর ৮০০ জনকে নিরস্ত্র করতে উদ্যোগ নিয়েছি।।' অনুপ্রবেশ প্রশ্নে কংগ্রেসকে তোপ দেগে শাহ বলেন, 'কংগ্রেস সরকার অনুপ্রবেশ সমস্যার সমাধান করেনি। কারণ সেটা ওদের ভোটব্যাঙ্ক। কংগ্রেস আর বদ্রুদ্দিন আজমল কি অনুপ্রবেশ থামাতে পারত না? কারণ এটা ওদের ভোটব্যাঙ্ক। ওরা অনুপ্রবেশ চলতে দিয়েছে আর রাজনৈতিক লাভ নিয়েছে। একমাত্র মোদী সরকার পারবে অসমকে অনুপ্রবেশ মুক্ত করতে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Assam Accord amit shah
Advertisment