Advertisment

'সেনা জানিয়েছে কোনও ভারতীয় ভূখণ্ড দখল হয়নি', চিনকে কড়া বার্তা শাহর

অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নতুন নাম দিয়েছে চিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah

ছবি- (বামদিকে) অরুণাচল প্রদেশে এক অনুষ্ঠানে অমিত শাহ। (ডানদিকে) প্রতিক্রিয়া জানাচ্ছেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অরুণাচল প্রদেশ সফরের তীব্র বিরোধিতা করল চিন। দীর্ঘদিন ধরে এই অরুণাচল প্রদেশকে চিন নিজেদের এলাকা বলে দাবি করে আসছে। ইতিমধ্যে তারা অরুণাচল প্রদেশের নাম বদলে দিয়ে জাংনান রেখেছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন হুমকির সুরে জানিয়েছেন যে শাহর এই সফর, 'চিনের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, এই সার্বভৌমত্ব লঙ্ঘন সীমান্তের শান্তির জন্য অনুকূল নয়।' পালটা মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র্মন্ত্রী অমিত শাহও। তিনি বলেছেন, সেনাবাহিনী নিশ্চিত করেছে যে কেউ ভারতীয় ভূখণ্ড দখল করেনি। দুই দিনের সফরে অরুণাচল প্রদেশের পাশাপাশি অসম সফরেরও সূচি রয়েছে শাহর।

Advertisment

এর আগে চিনের বিদেশ মন্ত্রক রবিবার অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম প্রকাশ করেছে। চিনা ভাষায় নতুন নামকরণ করা হয়েছে ওই সব অঞ্চলগুলোর। এর মধ্যে অরুণাচল প্রদেশ বা জাংনানকে তারা তিব্বতের দক্ষিণ অংশ বলে দাবি করেছে। চিনের মন্ত্রিসভার রাজ্য পরিষদ অরুণাচল প্রদেশের ওই সব অঞ্চলগুলোর চিনা ভাষায় নাম প্রকাশ করেছে। যার তীব্র বিরোধিতা করেছে বিদেশ মন্ত্রক। এই ব্যাপারে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ভারত বিষয়টি মোটেও খোলা মনে নেয়নি।

আরও পড়ুন- ‘ব্যাঘ্র প্রকল্প’-এর অর্ধশতাব্দী! কীভাবে তা ভারতীয় বাঘেদের রক্ষা করেছে?

আর, সেটা যে সত্যিই, তা কার্যত প্রমাণ করেই অমিত শাহ অরুণাচল প্রদেশ সফরের কর্মসূচি নিয়েছেন। শুধু তাই নয়, শাহ একবারও বলেননি, ওই সব অঞ্চল ভারতের নাকি চিনের। বদলে তিনি শুধু জানিয়েছেন, ওই সব অঞ্চল কোনও বিদেশি রাষ্ট্র দখল করতে পারেনি। এমনটাই সেনাবাহিনী জানিয়েছে। অর্থাৎ, চিনের এই সব জারিজুরি আর কূটনৈতিকস্তরে নয়। সেনার সাহায্যেই মোকাবিলা করা হবে। স্পষ্ট বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অরুণাচল প্রদেশের যে সব অঞ্চলগুলোর চিন নতুন নাম দিয়েছে, তার মধ্যে রয়েছে দুটি পতিত জমি, দুটি আবাসিক এলাকা, পাঁচটি পর্বত শৃঙ্গ এবং দুটি নদী। ওই সব জায়গার নাম, তাদের অধীনস্ত প্রশাসনিক জেলাগুলোর নামও চিন তাদের তালিকাভুক্ত করেছে।

amit shah china
Advertisment