New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/ie-amitshah.jpg)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (পিটিআই)
প্রিয় জনের মৃত্যুর খবরে শোকে পাথর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বাতিল করলেন সকল অনুষ্ঠান।
Advertisment
কাছের মানুষকে হারালেন অমিত শাহ। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অমিত শাহের দিদির। রাজেশ্বরীবেন শাহের মৃত্যুর খবর পেয়ে অমিত শাহ গুজরাটে তাঁর সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন।
এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, ৬০ বছর বয়সী রাজেশ্বরীবেন শাহ গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে চিকিৎসার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Advertisment
দিদির মৃত্যুর খবর পেয়ে অমিত শাহ তাঁর সারাদিনের সকল কর্মসূচি বাতিল করেন। রাজেশ্বরীর মরদেহ আজ তার বাসভবনে আনা হয়েছে। বিকেলেই শেষকৃত্য সম্পন্ন হবে।