Advertisment

পুলওয়ামা-কাণ্ডে মোদীকে নিশানা: 'রাজ্যপাল থাকাকালীন কেন মুখে কুলুপ?' সত্যপালকে তুলোধনা শাহের

পুলওয়ামার ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলায় অমিত শাহের নিশানায় জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah sriticize Satya Pal Malik on allegations over Pulwama attack

অমিত শাহ।

পুলওয়ামার ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিশানায় জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। পুলওয়ামার ঘটনা নিয়ে যে অভিযোগ সম্প্রতি সত্যপাল মালিক করেছেন, সেটা জম্মু কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন তিনি করলেন না কেন? এবার এই প্রশ্নে সত্যপালকে বিঁধে সুড় চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisment

উল্লেখ্য, পুলওয়ামায় সেনার গাড়িতে জঙ্গি হামলার বিষয়টিতে কেন্দ্রীয় সরকারের 'বড়সড় ব্যর্থতা' বলে মনে করেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। এব্যাপারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা পর্যন্ত করেছেন প্রাক্তন রাজ্যপাল। ঠিক এর পরপরই সত্যপাল মালিককে একটি দুর্নীতির মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে সিবিআই। কংগ্রেস-সহ বিরোধী দলগুলির অভিযোগ, মোদীর বিরুদ্ধে মুখ খোলার 'মাশুল' গুণতে হচ্ছে সত্যপাল মালিককে। তাঁকে এজেন্সি দিয়ে চাপে রাখার কৌশল নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুন- শেষমেশ পুলিশের জালে খলিস্তানি নেতা অমৃতপাল, রবির ভোরে নাটকীয় গ্রেফতারি!

যদিও বিরোধীদের এই অভিযোগ উড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়া টুডে আয়োজিত একটি অবুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন বলেই সত্যপাল মালিককে সিবিআই ডেকেছে বলে যা প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। চলমান একটি তদন্তের পরবর্তী পদক্ষেপ অনুযায়ীই ওই নোটিশ তাঁকে পাঠিয়েছে সিবিআই। ইতিমধ্যেই সত্যপাল মালিককে দু'বার ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

অমিত শাহ আরও বলেন, "আমাদের এটাও জিজ্ঞাসা করা উচিত যে এই ধরনের লোকেরা কেন আমাদের সঙ্গে বিচ্ছেদের পরেই এই জিনিসগুলি মনে রাখেন? কেন ক্ষমতায় থাকাকালীন তাঁদের বিবেক জাগ্রত হয় না?" শাহের কথায়, "এই ধরনের লোকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে অবশ্যই জনগণ এবং মিডিয়া প্রশ্ন তুলবে। তিনি যা বলেছেন তা যদি সত্য হয়, তবে কেন তিনি আগে একথা বলেননি।"

গত ২১ এপ্রিল সত্যপাল মালিক জানিয়েছিলেন, কেন্দ্রশাসিত অঞ্চলে একটি দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাঁকে তলব করেছে। মামলাটি অনিল আম্বানির রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের সঙ্গে জড়িত বিমা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কিত। সত্যপাল মালিক এই বিষয়ে তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ করার পরে মামলাটি দায়ের হয়েছিল।

এপ্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সত্যপাল মালিক বলেছিলেন, “সিবিআই আধিকারিকরা আমাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, যে আমি এই একদিন দিল্লিতে থাকব কিনা। আমি তাঁদের বলেছিলাম ২৩ এপ্রিল দিল্লিতে আসব। তাঁরা স্কিমগুলির বিষয়ে কিছু জানতে চান। আমাকে আকবর রোডে তাঁদের গেস্ট হাউসে যেতে হবে।”

amit shah Satya Pal Malik modi Pulwama Attack
Advertisment