Advertisment

তড়িঘড়ি গতিপথ পরিবর্তন, গুয়াহাটিতে জরুরি অবতরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান

কেন পরিবর্তন করা হল বিমানের গতিপথ?

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah will come bengal on theoccassion of rabindra jayanti

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপির রথযাত্রার উদ্বোধনে তিনি ত্রিপুরায় যাচ্ছিলেন। কিন্তু আগরতলার বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। আগরতলার বদলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় অসমের গুয়াহাটিতে।নিরাপত্তার কারণে নয়, ঘন কুয়াশা থাকায় আগরতলা বিমানবন্দরে দৃশ্যমানতা কম ছিল। সেই কারণেই তড়িঘড়ি শাহের বিমানটিকে অসমের গুয়াহাটিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

Advertisment

খারাপ আবহাওয়ার কারণে বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানকে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে হয়। কর্মকর্তারা জানিয়েছেন, অমিত শাহ-এর আগরতলা যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে বিমানটি আগরতলা বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। এটিসি সূত্রে খবর, এর পরে বিমানটিকে গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপদে অবতরণ করানো হয়।

ঘন কুয়াশা থাকায় আগরতলা বিমানবন্দরে দৃশ্যমানতা কম ছিল। সেই কারণে বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানটি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করতে পারেনি,বলেই কর্মকর্তারা জানিয়েছেন। এটিসি সূত্রে জানানো হয়েছে বিমানটিকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ অবতরণ করানো হয়।

পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার (এসপি) শঙ্কর দেবনাথ পিটিআইকে বলেছেন, "বুধবার রাত ১০টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর বিমান আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বিমানটি অবতরণ করতে পারেননি। বিমানটির গতিপথ ঘুরিয়ে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ অবতরণ করানো হয়।"

আরও পড়ুন: < প্রবল ঠান্ডায় কাঁপছে রাজ্য, শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায় >

বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় দুটি জন রথযাত্রা শুরু হবে বিজেপির নেতৃত্বে। চলতি বছরে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই জনসংযোগ কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। রথযাত্রার সূচনা করতেই গতকাল রাত্রে আগরতলা পৌঁছানোর কথা ছিল অমিত শাহের। আজ সকাল ১১টা নাগাদ উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে রথ যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী।  

amit shah tripura
Advertisment