/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/amit-shah-759-1.jpg)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দলীয় তহবিলের জন্য অমিত শাহের 'ফোন ট্যাপ' করে টাকা চাওয়ার অভিযোগে দু'জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিস এবং বাড়ির ল্যান্ডলাইন একটি অ্যাপের মাধ্যমে ব্যবহার করে এই দুর্নীতি করছিল একটি চক্র। জানা গিয়েছে, হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী রণজিৎ সিংহ চৌটালাকে ফোন করে তিন কোটি টাকা চায় ওই অভিযুক্তেরা। পুলিশ জানিয়েছে অভিযুক্তেরা হলেন উপকার সিং (৪৭) এবং জগতার সিং (৪২)।
আরও পড়ুন: ‘এদেশে থাকলে বলতেই হবে ভারত মাতা কি জয়’, সাফ ঘোষণা মোদীর মন্ত্রীর
দিল্লি পুলিশের উচ্চপদস্থ অফিসার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "ডিসেম্বরের প্রথম সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর ওএসডি সতীশ কুমারের অভিযোগের পরই এই গ্রেপ্তার করা হয়।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতে নিষিদ্ধ একটি অ্যাপ ক্রেজি কলের মাধ্যমে মন্ত্রী রণজিৎ সিং চৌটালাকে কল করা হয়েছিল।" পুলিশ জানিয়েছে, "মন্ত্রীকে অমিত শাহের নম্বর ট্যাপ করে ফোন করা হয়েছিল এবং দলের তহবিলে টাকা দেওয়ার নামে ৩ কোটি টাকা দিতে বলা হয়েছে। যিনি ফোন করেছিলেন তিনি বলেন যে তিনি অমিত শাহের বাসভবন কৃষ্ণ মেনন মার্গের বাসিন্দা। এরপর মন্ত্রী অমিত শাহকে ফোন করে জানতে পারে, এমন কোনও ফোন করা হয়নি। ঘটনাটি সঙ্গে সঙ্গে জানানো হয় দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েককে।"
একটি এফআইআরও দায়ের করা হয়। গোটা ঘটনাটির তদন্তভার দেওয়া হয় ডিসিপি প্রমোদ সিং খুশওয়াকে। তিনি বলেন, "টেকনোলজির সাহায্য নিয়ে দেখা যায় ভারতে নিষিদ্ধ একটি অ্যাপ ব্যবহার করে এই কাজটি করা হয়েছে। ওপেরা ব্রাউজার থেকে অ্যাপটি নামানো হয়েছে। বৃহস্পতিবার সেখানে ফোন করে টাকা নেওয়ার জন্য হরিয়ানা ভবনের কাছে আসতে বলা হয়। সেখান থেকেই জগতার সিংকে গ্রেফতার করা হয়। তাঁর থেকে খবর পেয়েই উপকার সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।"