Advertisment

অমিত শাহকে নিয়ে ‘তীব্র আপত্তি’ চিনের, কেন?

‘আঞ্চলিক সার্বভৌমত্ব নষ্ট হবে ও পারষ্পরিক রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যম নষ্ট হবে’, এমনটাই জানানো হয়েছে চিনের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ

অমিত শাহ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

অমিত শাহের অরুণাচল প্রদেশ সফরের ‘তীব্র বিরোধিতা’ জানিয়ে সরব হল চিন। অরুণাচল দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তার আগেই শাহের সফরের আবহে তীব্র বিরোধিতা জানাল বেজিং। অরুণাচলে শাহ গেলে বেজিংয়ের ‘আঞ্চলিক সার্বভৌমত্ব নষ্ট হবে ও পারষ্পরিক রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যম নষ্ট হবে’, এমনটাই জানানো হয়েছে চিনের তরফে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে চিন।

Advertisment

এ প্রসঙ্গে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘‘ভারত-চিন সীমান্তে ইস্টার্ন সেক্টর ও চিনের তিব্বত অঞ্চলের দক্ষিণ অংশ নিয়ে চিনের অবস্থান স্পষ্ট। তথাকথিত ‘অরুণাচল প্রদেশ’কে স্বীকৃতি দেয় না চিন সরকার। চিনের তিব্বত অঞ্চলের দক্ষিণ অংশে অমিত শাহের সফরের তীব্র বিরোধিতা জানাচ্ছি আমরা, কারণ এতে চিনের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করা হবে এবং সীমান্তে স্থিরতা বজায় থাকবে না। দ্বিপাক্ষিক চুক্তিও লঙ্ঘিত হতে পারে’’।

আরও পড়ুন: ফাঁসির আগেই দেওয়ালে মাথা ঠুকে রক্তাক্ত নির্ভয়ার ধর্ষক

এ বিষয়ে সীমান্তে জটিলতা যাতে না বাড়ে, সেজন্য নয়া দিল্লিকে আর্জি জানিয়েছে বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ‘‘এমন কিছু পদক্ষেপ করা থেকে ভারতকে বিরত থাকার আর্জি জানাচ্ছি আমরা, যাতে সীমান্ত ইস্যু ঘিরে জটিলতা তৈরি না হয়।

আরও পড়ুন: প্রকাশ্য জামিয়ার ভিডিও, পুলিশের ডিউটি রোস্টারে নজর তদন্তকারী দলের

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যে পরিণত হয় অরুণাচল প্রদেশ। এই বিশেষ দিনে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা অমিত শাহের। বেশ কিছু প্রকল্পের সূচনা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news national news amit shah
Advertisment