‘অমৃতপালের আত্মসমর্পণ করা ছাড়া আর কোন উপায় ছিল না’, দাবি পাঞ্জাব পুলিশের। এদিকে অমৃতপাল সিংয়ের গ্রেফতারির পর পরিবার সূত্রে দাবি করা হয়েছে আজ সকালেই অমৃতপালের পরিবার গ্রেফতারির বিষয়টি জানতে পারে। এর মাঝে অমৃতপাল কখনই পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি বলেও দাবি করেছে তার কাকা।
এদিকে পাঞ্জাব পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘অমৃতপালের স্ত্রীকে লন্ডন উড়ে যাওয়ার সময় আটকের পর থেকে বেশ চাপে পড়ে গিয়েছিলেন তিনি। এমনকী স্ত্রী’র গ্রেফতারি নিয়ে বিশেষ উদ্বিগ্ন ছিলেন এই খালিস্তানি নেতা। কিরণদীপের ভারতে ভিসার মেয়াদ ছিল জুলাই পর্যন্ত এবং সে তার আগেই তিনি ভারত ছাড়তে চেয়েছিলেন। অমৃতপাল সিং ভারত থেকে পালিয়ে যেতে পারেন নি। কারণ তিনি চেয়েছিলেন যে তার স্ত্রী নিরাপদে দেশ থেকে লন্ডনে যাক’।
স্ত্রীর গ্রেপ্তারের আশঙ্কা করেছিলেন অমৃতপাল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অমৃতপাল সিংকে ধরার জন্য পুলিশি অভিযানের ওপর সারা রাত কড়া নজর রাখেন। ভোর ৪টে নাগাদ পুলিশ নিশ্চিত হয় তার পালানোর কোন পথ নেই। এরপরই আত্মসমর্পণ করে খালিস্তানি নেতা। পাঞ্জাবের আইজিপি সুখচাইন সিং গিল বলেছেন, "অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে এনএসএ ওয়ারেন্ট জারি করা হয়। আজ সকাল ৬.৪৫ নাগাদ পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করে"।
অমৃতপাল সিংকে গ্রেফতারের পর পাঞ্জাব জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছু কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভের আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী রাজ্যজুড়ে মোতায়েন করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পাঞ্জাব পুলিশ অমৃতপাল সিংয়ের গ্রেফতারের পর জনগণকে শান্তি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কোনরকম গুজব না ছড়ানোর আবেদন করা হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। আজ সকালে পাঞ্জাবের মোগায় আত্মসমর্পণ করেছেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী পলাতক অমৃতপাল সিং। অমৃতপাল সিং আত্মসমর্পণের আগে মোগা জেলার এক গ্রামের একটি গুরুদ্বারে এক সমাবেশে ভাষণ দেন। আত্মসমর্পণের আগে, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী এই নেতা বলেন, “এখানেই শেষ নয়”।
পুলিশ সূত্রে খবর, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণের আগে এক গুরুদ্বারে একটি সমাবেশে ভাষণ দেন, তারপর তিনি আত্মসমর্পণ করেন। তাকে পাঞ্জাব পুলিশ আজ সকালে মোগা থেকে গ্রেফতার করে। সম্ভবত আসামের ডিব্রুগড়ে স্থানান্তরিত করা হতে পারে এই খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতাকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে দেখা যাচ্ছে অমৃতপাল সিং মোগার রোদেওয়াল গুরুদ্বারে একটি সমাবেশে ভাষণ দিচ্ছেন।