Advertisment

দিল্লিতে অবাধে ঘোরাফেরা অমৃতপাল সিংয়ের, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

অন্যদিকে মঙ্গলবার গভীর রাতের খবর পলাতক অমৃতপাল সিং পাঞ্জাবে রয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
punjab search operation, amritpal singh, amritpal singh arrest, Khalistan, Punjab news, Waris Punjab de, national security act, waris punjab de news, amritpal singh news, amritpal singh case live updates, amritpal singh case, amritpal singh arrest, amritpal singh news update, punjab news, punjab internet suspended, punjab police, bhagwant mann, waris punjab de amritpal singh, waris punjab de news", "url":"https://www.indiatoday.in/india/story/amritpal-singh-likely-in-punjab-hoshiarpur-police-launch-search-operations-khalistan-waris-punjab-de-2352714-2023-03-28",

অন্যদিকে মঙ্গলবার গভীর রাতের খবর পলাতক অমৃতপাল সিং পাঞ্জাবে রয়েছেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর ফ্ল্যাটে ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে রাত্রি কাটিয়েছেন অমৃতপাল সিং। সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। সেখানে অমৃতপালকে  পাগড়ি ছাড়া দেখা যায়। তার পরনে ছিল সানগ্লাস এবং ডেনিম জ্যাকেট। তাকে এবং তার সহযোগী পাপলপ্রীতকে পূর্ব দিল্লির লক্ষ্মী নগরে ভাড়া করা ফ্ল্যাটে আশ্রয় দেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী এমনটাই অভিযোগ পুলিশের।দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পাঞ্জাব পুলিশ সহ গোয়েন্দা সংস্থা এখন ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে।

Advertisment

সূত্রের খবর, “মহিলা তার জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে বলেছিলেন যে ২০ মার্চ, রাত ৮টা ২০ নাগাদ ছদ্মবেশে অমৃতপাল ও তার এক ঘনিষ্ঠ সহযোগী তার ফ্ল্যাটে আসেন। আগে কখনও অমৃতপালের সঙ্গে তার দেখা হয়নি তবে পাপলপ্রীতকে ওই তরুণী চিনতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি। রাতের খাবার খেয়ে তারা ২ জন একরাতের জন্য ওই তরুণীর ফ্ল্যাটে ছিলেন।”

অন্যদিকে মঙ্গলবার গভীর রাতের খবর পলাতক অমৃতপাল সিং পাঞ্জাবে রয়েছেন। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে তিনি হোশিয়ারপুরে আছেন এবং পুলিশকে আবারও  ফাঁকি দিয়েছেন তিনি। তাকে ধরতে মঙ্গলবার গভীর রাতে ফাগওয়ারা-হোশিয়ারপুর হাইওয়েতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পাঞ্জাব পুলিশ। সূত্রের খবর, হোশিয়ারপুরে একটি ইনোভা গাড়িতে দেখা ব্যক্তিকে অমৃতপাল বলেই সন্দেহ করা হচ্ছে। দাবি করা হচ্ছে, খবর পেয়ে পুলিশ তাকে ঘিরে ফেলার চেষ্টা করলে অমৃতপাল গাড়ি ফেলে গ্রামের দিকে পালিয়ে যায়।

এরপরই গোটা এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ। অমৃতপালের হোশিয়ারপুরে থাকার খবর গোয়েন্দাদের কাছে আগে থেকেই ছিল। তবে কোথা থেকে এই ইনপুট পেয়েছে সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।

Amritpal Singh
Advertisment