Advertisment

দেশ ছেড়ে পালানোর চেষ্টা! বিমানবন্দরে আটক ‘পলাতক’ অমৃতপালের স্ত্রী কিরণদীপ

পুলিশ সূত্রে খবর অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌর আজই লন্ডনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
amritpal singh, amritpal singh wife, amritpal singh wife detained, amritpal singh wife kirandeep kaur detained, kirandeep kaur, kirandeep kaur detained, kirandeep kaur age, who is kirandeep kaur, why amritpal singh wife detained, amritpal singh wife news

দেশ ছেড়ে পালানোর চেষ্টা! বিমানবন্দরে আটক ‘পলাতক’ অমৃতপালের স্ত্রী কিরণদীপ

হন্যে হয়ে পুলিশ তাঁকে খুঁজছে, কিন্তু তিনি এখনও অধরা। এর আগে আত্মসমর্পণ করবেন না বলেই এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন পলাতক’ খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। এদিকে আজ অমৃতসর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হল অমৃতপাল সিংয়ের স্ত্রীকে। পুলিশ সূত্রে খবর অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌর আজই লন্ডনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

Advertisment

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপ কৌরকে বৃহস্পতিবার অমৃতসর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হল। তার বিরুদ্ধে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার ওভিযোগ রয়েছে। অমৃতসর বিমানবন্দর থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশ জানিয়েছে লন্ডনের বিমানটি দুপুর দেড়টায় ছাড়ার কথা ছিল। ঠিক তার আগেই বিমানবন্দরে আটক করা হয় অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপকে। কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলেই খবর। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, কিরণদীপ ব্রিটেনের নাগরিক এবং সেদেশের পাসপোর্টধারী। পাঞ্জাব বা দেশের কোন অংশে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

যুক্তরাজ্যে থাকাকালীন অমৃতপালের স্ত্রী কিরণদীপ কৌর ‘বাব্বর খালসা ইন্টারন্যাশনালের’ সক্রিয় সদস্য ছিলেন সে বিষয়েও পাঞ্জাব পুলিশ বা কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে কোনও সুনির্দিষ্ট প্রমাণ বা এফআইআর নেই। কিরণদীপ কৌরকে একই আইনি প্রক্রিয়ার অধীনে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আটক করা হয়েছে যার অধীনে পলাতক অভিযুক্তের পরিবার এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হয়। গত মার্চে অমৃতপাল সিংয়ের কার্যকলাপের জন্য বিদেশী অর্থায়নের অভিযোগে তাকে জল্লুপুর খেদা গ্রামে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

ফেব্রুয়ারিতে অমৃতপালের সাথে তার বিয়ের পর, কিরণদীপ কৌর পাঞ্জাবে চলে আসেন এবং এখন অমৃতপালের পৈতৃক গ্রাম জল্লুপুর খেদাতে থাকেন। কিরণদীপের পরিবার জলন্ধরের বাসিন্দা বলে জানা গেছে।

Amritpal Singh
Advertisment