scorecardresearch

ঘুম কেড়েছে ‘দস্যি মেয়ে’! পুলিশের দ্বারস্থ দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশের সরাসরি এক কোটি টাকা ঘুষের প্রস্তাব, সেই সঙ্গে হুমকি, ষড়যন্ত্রের মত অভিযোগে মুম্বই পুলিশের দ্বারস্থ অমৃতা।

Aniksha, Amruta Fadnavis, Devendra Fadnavis, Amruta Fadnavis files FIR against designer, Indian Express, India news, current affairs

ফ্যাশন ডিজাইনারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশের সরাসরি এক কোটি টাকা ঘুষের প্রস্তাব, সেই সঙ্গে হুমকি, ষড়যন্ত্রের মত অভিযোগে মুম্বই পুলিশের দ্বারস্থ অমৃতা।

ডিজাইনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। গত ২০ ফেব্রুয়ারি দায়ের করা এফআইআরে হুমকি, ষড়যন্ত্রের অভিযোগের পাশাপাশি ওই ডিজাইনারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার মত অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে ওই মহিলার নাম ‘অনিক্ষা’। পেশায় তিনি একজন ডিজাইনার। এফআইআর অনুসারে  ঘুষ দেওয়ার চেষ্টার সঙ্গে একটি ফৌজদারি মামলায় সরাসরি অমৃতার “হস্তক্ষেপ” চেয়েছেন ওই মহিলা এমনটাই দাবি করা হয়েছে।  

অমৃতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি) (ষড়যন্ত্র) এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৮৮-এর ৮ এবং ১২ নং ধারায় অনিক্ষা এবং তার বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে৷ এফআইআর-এর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে, মুম্বই পুলিশের একজন সিনিয়র আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন যে তদন্ত চলছে কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

জানা গিয়েছে ১৬ মাসেরও বেশি সময় ধরে অমৃতার সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন ওই মহিলা। ২০ ফেব্রুয়ারি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। অমৃতা মহিলার বাবার বিরুদ্ধেও হুমকি ও ষড়যন্ত্রের অভিযোগও করেছেন। পুলিশ ষড়যন্ত্র ও দুর্নীতির ধারায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Amruta fadnavis files fir against designer alleges threat conspiracy and rs 1 cr bribe bid