জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমর্থনে এবার দেশজুড়ে প্রতিবাদে সামিল হচ্ছে একের পর এক ক্যাম্পাস। রবিবার জামিয়া মিলিয়া চত্বরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী পড়ুয়াদের ওপর পুলিশি হানার জেরে দিল্লিতে ব্যাপক উত্তেজনার আবহ তৈরি হয়। বিতর্কিত এই আইনের বিরুদ্ধে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলাকালীন আটক হয় প্রায় ৫০ জন পড়ুয়া, যাদের প্রত্যেককেই সোমবার ভোররাতে মুক্তি দেওয়া হয়।
অভিযোগ, রবিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ভেতর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জোর করে ঢুকে পড়ে পুলিশ, চালানো হয় কাঁদানে গ্যাস, এবং লাইব্রেরি ও মসজিদ থেকে টেনে বের করে এনে হামলা করা হয় পড়ুয়াদের ওপর।
আরও পড়ুন: ‘বিজেপি টাকা দিয়ে বাংলায় হিংসা ছড়াচ্ছে’, বিস্ফোরক অভিযোগ মমতার
গত ছ'দিন ধরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও, যেখানকার ছাত্রছাত্রীরা প্রথম সমর্থনের হাত বাড়ায় জামিয়ায় তাদের সতীর্থদের দিকে। রবিবার মধ্যরাত থেকে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে হায়দরাবাদ, মুম্বই, লখনৌ, চেন্নাই, এবং বেনারস সহ দেশের একাধিক শহরের ক্যাম্পাসে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য প্রতিবাদ যেখানে যেখানে দেখা গেছে, রইল সেইসব ক্যাম্পাসের তালিকা:
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গ্রেফতার ২১
রবিবার সন্ধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ চলাকালীন জোর করে ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়ে পুলিশ বাহিনী, যে হামলার জেরে আহত হয় বেশ কিছু পড়ুয়া। একাধিক সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলিগড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, পুলিশের স্পেশ্যাল সুপারিন্টেনডেন্ট আকাশ কুলহরি জানিয়েছেন, রবিবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান যে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ২৫ থেকে ৩০ শতাংশ ফাঁকা করা হয়ে গিয়েছে, বাকিটা সোমবার সন্ধ্যার মধ্যে ফাঁকা হয়ে যাবে।
পরীক্ষা বয়কট দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে পরীক্ষা বয়কট করল দিল্লি বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক পড়ুয়া। তাদের বক্তব্য, সোমবার সন্ধ্যায় ইন্ডিয়া গেটে জমায়েত করবে তারা।
বদ্ধ কম্পাউন্ডে কীভাবে চালানো যায় টিয়ার গ্যাস? প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের
পুলিশের "গুন্ডামির" বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিতে হবে, এই দাবিতে সোচ্চার হয় কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিদ্ধিমা দুয়ার বক্তব্য ছিল, "আমি যখন পথেঘাটে অশালীন আচরণের শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ লেখাতে যাই, তখন আমাকে নিয়ম দেখানো হয়। কোথায় এখন সেইসব নিয়ম? বদ্ধ কম্পাউন্ডের ভেতরে কী করে টিয়ার গ্যাস চালানো হলো? উপাচার্যের অনুমতি ছাড়া কী করে স্রেফ গায়ের জোরে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ল পুলিশ? এটা নিয়ে তদন্ত হতেই হবে।"
'জামিয়ায় যা হয়েছে, তাকে দমনপীড়ন বললে কম বলা হবে': বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্র
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে প্রতিবাদ সমাবেশ। সংবাদ সংস্থা পিটিআই-কে এক পিএইচডি ছাত্রের মন্তব্য, "গতকাল জামিয়ায় যা হলো, তাকে দমনপীড়ন বললে কম বলা হয়। এটা পরিষ্কার গুন্ডামি। পুলিশ নিজেরাই বাইক ভাঙছে, তারপর ছাত্রদের মারছে, এমন ভিডিওয় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এর দায়িত্ব কার, সেটা সরকারকে ঠিক করতে হবে।"
জামিয়া, এএমইউ-এর ঘটনার প্রতিবাদে সরব তিন আইআইটি
ভারতের তিনটি আইআইটি-তেও জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সমর্থনে এগিয়ে এসেছে ছাত্রছাত্রীরা। এই তিনটি হলো আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাস এবং আইআইটি বম্বে। এই প্রতিবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ সাধারণত রাজনৈতিক কার্যকলাপ থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেই চলে আইআইটি-র ছাত্রছাত্রীরা।
তামিল নাড়ু: বিক্ষোভ দেখাল আইআইটি মাদ্রাস, এসএফআই, এবং লয়োলা কলেজ
আইআইটি মাদ্রাস সহ তামিল নাড়ুর একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় নাগরিকত্ব সংশোধনী আইন, এবং জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পুলিশি হানার বিরুদ্ধে প্রতিবাদ। চেন্নাই, মাদুরাই, এবং কোয়েম্বাটোর রেল স্টেশনে বিক্ষোভকারী এসএফআই কর্মীদের সরিয়ে দেয় পুলিশ।
আইআইটি মাদ্রাসে দেখা যায়, মহাত্মা গান্ধী এবং বাবাসাহেব আম্বেদকরের ছবি দেওয়া প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে সামিল ছাত্রছাত্রীরা। তাদের গলায় নাগরিকত্ব সংশোধনী আইন, এবং রবিবার জামিয়া মিলিয়া ইসলামিয়াতে পুলিশি হানার কড়া সমালোচনা।
চেন্নাইয়ের লয়োলা কলেজে জামিয়া মিলিয়ার পড়ুয়াদের সমর্থনে অবস্থান বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।
বিক্ষোভে সামিল জেএনইউ
দিল্লির আইটিও এলাকায় রবিবার রাতে দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশাপাশি জামিয়ায় পুলিশি হানার প্রতিবাদে সামিল হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
পরীক্ষা বয়কটের ডাক মৌলানা আজাদ রাষ্ট্রীয় উর্দু বিশ্ববিদ্যালয়ে
পরীক্ষা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদের মৌলানা আজাদ রাষ্ট্রীয় উর্দু বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। একটি চিঠি লিখে তারা জানিয়েছে, "জামিয়া মিলিয়া এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে দিল্লি পুলিশের হামলার বিরুদ্ধে প্রতিবাদে সামিল MANUU ছাত্র ইউনিয়ন, যে কারণে তারা পরীক্ষা বয়কট করছে।"
লখনৌ: পাথর ছোড়ার খবর নাদওয়া কলেজে, সতর্ক পুলিশ
লখনৌতে পাথর ছোড়ার ঘটনার খবর আসে নাদওয়াতুল উলামা কলেজ থেকে। ক্যাম্পাসের বাইরে মোতায়েন করা হয়েছে বড়সড় পুলিশ বাহিনী।
কলেজে পাথর ছোড়ার ঘটনা সম্পর্কে সংবাদ সংস্থা পিটিআই-কে ডিজিপি ওপি সিং জানান, "এখানে নাদওয়াতুল উলামার কিছু ছাত্র প্রতিবাদ করতে গিয়ে ভেতর থেকে পাথর ছোড়ে। তাদের আটকানো হয়, এবং আপাতত ক্যাম্পাসের বাইরে কেউ আসতে পারবে না।" তিনি বলেন যে ঘটনায় কারোর জখম হওয়ার খবর নেই। "ঘটনাস্থলে জেলাশাসক এবং পুলিশের সিনিয়র সুপারিন্টেনডেন্টের মতন উচ্চপদস্থ অফিসার রয়েছেন," বলেন তিনি।
বেঙ্গালুরু: প্রতিবাদ চলছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সে
কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বিকেল চারটেয় টাউন হলে প্রতিবাদ সভা করে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। এছাড়াও প্রতিবাদ চলছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সেও।
মুম্বই: ক্লাস, ফিল্ড ওয়ার্ক বয়কট টাটা ইন্সটিটিউটে
রবিবারের হিংসাত্মক ঘটনার প্রতিবাদে টাটা ইন্সটিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (TISS)-এর ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানের গেট থেকে চেম্বুরের আম্বেদকর গার্ডেন পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেয়। ক্লাস এবং ফিল্ড ওয়ার্ক বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছে তারা।
আগামী ১৯ ডিসেম্বর গিরগম-চৌপট্টিতে তারা আরও একটি প্রতিবাদ সভার আয়োজন করবে বলে জানিয়েছে আইআইটি বম্বে-র ছাত্রছাত্রীরা। এক ছাত্রের কথায়, "গতকাল (রবিবার) রাতে কর্তৃপক্ষ অনুমতি না দেওয়া সত্ত্বেও প্রতিবাদ সভা করি আমরা। অ্যাসোসিয়েট ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স জর্জ ম্যাথু আমাদের কাছে জানতে চান, আমরা এত রাতে প্রতিবাদ করছি কেন। আমরা বলি, একাধিক ক্যাম্পাসে যখন ছাত্রদের ওপর নৃশংস আক্রমণ হচ্ছে, তখন আমরা চুপ করে থাকতে পারি না।"
কেরালায় জামিয়া কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ
সিপিএম-এর যুব শাখা ডিওয়াইএফআই এবং কংগ্রেসের ছাত্র সংগঠন কেএসইউ-এর সদস্যরা রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মিছিল করে তিরুবনন্তপুরমে রাজ ভবনে যান জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের ওপর হামলার প্রতিবাদে। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজ ভবনে ঢোকার চেষ্টা করলে তাঁদের ওপর জলকামান প্রয়োগ করে পুলিশ। ঘটনায় আহত হয় বেশ কিছু ছাত্র। মালাবার এক্সপ্রেস সহ একাধিক ট্রেন থামিয়ে দেওয়া হয় এরনাকুলম, পালাক্কড়, কান্নুর এবং কোজিকোড়ের মতো স্টেশনে।