scorecardresearch

বড় খবর

মধ্যবিত্তের জন্য বিরাট ধাক্কা, লিটার প্রতি দুধের দাম অনেকটাই বাড়াল আমুল

আমুল দুধের দাম বাড়ানো নিয়ে বিজেপির ‘আচ্ছে দিন’ স্লোগান উল্লেখ করে কটাক্ষ করেছে কংগ্রেস

amul milk price, amul milk price hike, amul milk price news, amul news, new milk price

সাধারণ মানুষের জন্য ফের বড় ধাক্কা। লিটার প্রতি ৩ টাকা দাম বাড়িয়েছে আমুল। দুধের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে আমুল ইণ্ডিয়া। এখন আমুল দুধ কিনতে হলে প্রতি লিটারে আপনাকে আগের থেকে ৩ টাকা বেশি দিতে হবে। ডিসেম্বরের শুরুতে, দুধ বিক্রেতা মাদার ডেইরি দিল্লি-এনসিআর অঞ্চলে বিক্রি হওয়া দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছিল। গত বছর পঞ্চমবারের মতো দুধের দাম বাড়িয়েছে মাদার ডেয়ারি।

গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড জানিয়েছে যে আমুল সমস্ত ধরণের দুধের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়িয়েছে। ৩ রা ফেব্রুয়ারি থেকে দুধের নতুন দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সংস্থা। এর আগে, গত ডিসেম্বরে যখন মাদার ডেয়ারি দুধের দাম বাড়িয়েছিল, তখন আমুল জানিয়েছিল দুধের দাম বাড়ানোড় তেমন কোন পরিকল্পনা তাদের নেই। তার পরেও আমুল দুধের দাম বাড়ানো নিয়ে বিজেপির ‘আচ্ছে দিন’ স্লোগান উল্লেখ করে কটাক্ষ করেছে কংগ্রেস।

নতুন দাম আজ থেকেই কার্যকর হবে

কংগ্রেস টুইট করে বলেছে, ‘আমুল দুধের দাম লিটার প্রতি বাড়ছে ৩ টাকা। গত এক বছরে দাম বেড়েছে আট টাকা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে, আমুল গোল্ডের দাম ছিল ৫৮ টাকা প্রতি লিটার, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমুল গোল্ড প্রতি লিটারের দাম বেড়ে হয়েছে ৬৬ টাকা এটাই কী বিজেপির ‘আচ্ছে দিন’ ?’

গত ডিসেম্বরে মাদার ডেয়ারি দিল্লি-এনসিআর এলাকায় বিক্রি হওয়া দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছিল। গত বছর পঞ্চমবারের মতো দুধের দাম বাড়িয়েছে মাদার ডেইরি। সেই সঙ্গে এ বছর এর দুধের দাম লিটারে ৯ টাকা বেড়েছে। মাদার ডেইরি দিল্লি এবং আশেপাশের এলাকায় প্রতিদিন ৩০ লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Amul hikes milk price by rs 3 per litre