জয় পেল লটারি! পছন্দসই নম্বরের জোরে কোটিপতি দেনাগ্রস্ত অটো চালক

Lottery Sambad: জয়পালান পিআর ইতিমধ্যে লটারির টিকিটের অরিজিনাল কপি স্থানীয় ব্যাঙ্কে জমা দিয়েছেন।

Lottery Sambad: জয়পালান পিআর ইতিমধ্যে লটারির টিকিটের অরিজিনাল কপি স্থানীয় ব্যাঙ্কে জমা দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Lottery Sambad in kerala

টিভি এবং কাগজে বিজেতা হিসেবে নিজের নাম যাচাই করেছেন পিআর।

Lottery Sambad: লটারি টিকিটের নম্বরটা মনে ধরেছিল। পছন্দসই সেই তিরুবোনাম বাম্পারের টিকিট পকেটস্থ করেছিলেন জয়পালান পিআর। তখনও তিনি জানতেন না সেই টিকিট কোটিপতি বানাবে তাঁকে। আর হয়েছেও তাই। কেরল সরকার পরিচালিত বাম্পার লটারি খেলায় ১২ কোটি জিতলেন এই অটো চালক। যদিও তিনি হাতে পাবেন প্রায় সাড়ে ৭ কোটি টাকা। কিন্তু দেনার দায়ে বিধস্ত জয়পালানের জীবন শুধু একটা পছন্দসই নাম্বার বদলে দেবে। এ যেন স্বপ্নেও ভাবতে পারেনি তাঁর পরিবার।

Advertisment

কেরলের এর্নাকুলামের বাসিন্দা জয়পালান পিআর ইতিমধ্যে লটারির টিকিটের অরিজিনাল কপি স্থানীয় ব্যাঙ্কে জমা দিয়েছেন। টিভির খবর এবং সংবাদ মাধ্যম থেকে বিজেতা হিসেবে যাচাই করে নিয়েছেন নাম। তারপরেই স্বস্তির সুরে তিনি জানান, ‘ত্রিপুনিথুরার জনপ্রিয় মীনাক্ষী লাকি সেন্টার থেকেই ১০ সেপ্টেম্বর ফেন্সি নাম্বারের সেই টিকিট ৩০০ টাকার বিনিময়ে কিনেছেন জয়। এর আগেও লটারির টিকিট কেতে হাজার পাঁচেক উপার্জন করেছেন তিনি।‘ তিনি দাবি করেন, ‘মীনাক্ষী লাকি সেন্টার এর আগে বহুজনের লাক ফিরিয়েছে। সেই সুনাম থেকেই টিকিট কাটা। রবিবার তাঁর টিকিটের নাম্বার দুই মন্ত্রীর উপস্থিতিতে টিভিতে ভেসে ওঠে। তারপরের দিন কাগজে নাম দেখে নিশ্চিত হয়েছেন।‘

কী করবেন এই টাকায়? প্রশ্নের জবাবে পেশায় অটো চালক জয় জানান, ‘বাজারে তাঁর অনেক ধারদেনা, তাঁর বিরুদ্ধে চলছে দুটি দেওয়ানি মামলা। এসব সামলে বাকি টাকায় বোনের সংসারকে আর্থিকভাবে সাহায্য এবং সন্তানের পড়াশোনায় খরচ।‘   

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kerala Man State Lottery Lottery Sambad