আত্মঘাতী হলেন লোকসভার ৭ বারের সাংসদ মোহন দেলকর। তিনি দাদরা ও নগর হাভেলি থেকে ২০১৯-এর ভোটেও নির্বাচিত হয়েছিলেন। দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকার একটি হোটেল থেকে পুলিশ উদ্ধার করে তাঁর দেহ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। যদিও ঠিক কী কারনে এই আত্মঘাতী, স্পষ্ট করেননি তদন্তকারীরা। তবে গুজরাতিতে লেখা একটা সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন ওই নির্দল সাংসদ। এমনটাই মুম্বাই পুলিশ সূত্রে খবর।
সংসদ সূত্রে খবর মৃত সাংসদ লোকসভার আইন-ন্যায় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি সংসদের নিম্নকক্ষের স্বরাষ্ট্রমন্ত্রকের আলোচনা শীর্ষক একটি কমিটির সদস্য ছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন