জম্মু কাশ্মীর উপত্যকার অনন্তনাগে হওয়া জঙ্গি হামলায় আহত অনন্তনাগ থানার এসএইচও আরশাদ খানের মৃত্যু হয়েছে রবিবার। আশঙ্কাজনক আহত অবস্থায় চিকিৎসা চলছিল তাঁর। আরশাদ খানের মৃত্যুর পরে ১২ জুনের ওই জঙ্গি হামলায় শহিদ জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। একদিনের মধ্যেই আরশাদ খানের শেষযাত্রার একটি ছবি সংবাদপত্র, সোশাল মিডিয়ায় ভাইরাল। শহিদ আরশাদের সহকর্মীর কোলে আরশাদের পুত্র সন্তান। চোখের জল আড়াল করার প্রাণপণ চেষ্টা করছেন ওই পুলিশ অফিসার।
আরশাদ খান ১২ জুনের অনন্তনাগের জঙ্গি হামলায় গুরুত্বর জখম হয়েছিলেন। ওই একই হামলায় গুলি লেগে ৫ সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন। রবিবার দিল্লির এইমসে মৃত্যু হয় আরশাদের। সোমবার সকালে জম্মু কাশ্মীরে উড়িয়ে আনা হয় তাঁর দেহ।
আরও পড়ুন, “সংখ্যা নিয়ে ভাববেন না, বিরোধীরা সংসদে সক্রিয় হন দেশের স্বার্থে”
জম্মু কাশ্মীর পুলিশের তরফে রবিবার টুইট করে জানানো হয়, ” জঙ্গি হামলায় আমাদের নির্ভীক ইনস্পেক্টর আরশাদ খানের মৃত্যুতে আমরা শোকাহত । এই গভীর শোকের সময়ে পুলিশ পরিবারের নিহত শহিদের আত্মীয়দের সঙ্গে রয়েছে। যে সাহসিকতার পরিচয় আরশাদ দিয়েছেন, তাকে স্যালুট জানায় জম্মু কাশ্মীর পুলিশ”।
Read the full story in English