নিউইয়র্কে আরও এক ভারতীয় ছাত্রের রহস্য মৃত্যু! গত চার মাসে এই নিয়ে মৃত্যু হয়েছে মোট ১০ জন ভারতীয়'র। শুক্রবার নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, ওহাইও প্রদেশের ক্লিভল্যান্ডে মৃত্যু হয়েছে ভারতীয় ছাত্র উমা সত্য সাই গাড্ডের। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) আমেরিকার ওহাইও প্রদেশে ফের মৃত্যু হল এক ভারতীয় ছাত্রের। নিউইয়র্ক-এর ভারতীয় দূতাবাসের তরফে এই তথ্য জানানো হয়েছে। এদিকে গত কয়েক মাসে আমেরিকায় একটানা ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় বাড়ছে উদ্বেগ।
দূতাবাসের তরফে জানানো হয়েছে 'ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত শুরু করেছে। আমরা ভারতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি'।এক্স-এ এক পোস্টে দূতাবাসের তরফে জানানা হয়েছে , 'ওহাইওর প্রদেশের ক্লিভল্যান্ডে ভারতীয় ছাত্র শ্রী উমা সত্য সাই গাড্ডে'র দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত৷' মৃতদেহ ভারতে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছে৷ ভারতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে'।
পোস্টে আরও বলা হয়েছে, 'শ্রী উমা গড্ডের মৃতদেহ যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে'। গত মাসেই অমরনাথ ঘোষ, নামে এক ভারতীয় বংশোদ্ভূত এক শাস্ত্রীয় নৃত্যশিল্পী মিসৌরির সেন্ট লুইসে গুলিবিদ্ধ হয়ে মারা যান । একের পর এক ভাততীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় উঠছে প্রশ্নও।