Advertisment

পিষে টেনে হিঁচড়ে নিয়ে গেল আধ কিলোমিটার পথ, ঘটনাস্থলেই মৃত্যু ডেলিভারি বয়ের

সুইগি ডেলিভারি বয়ের মৃত্যু নিয়ে উত্তাল রাজপথ।

author-image
IE Bangla Web Desk
New Update
Swiggy Delivery agent, Swiggy delivery man, delivery man, Another Kanjhawala like case, car hits Swiggy delivery boy, car drags swiggy agent to death, Noida shocker, Kanjhawala death case Updates, latest update on Kanjhawala case, delhi police vehicles deployed, Delhi police probe, cctv footage anjali singh, Kanjhawala death case, Delhi police holds press conference, Delhi police, Anjali Singh accident, Delhi Police

দিল্লির কানঝাওয়ালার ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গাড়ির ধাক্কায় সুইগি ডেলিভারি বয়ের মৃত্যু নিয়ে উত্তাল রাজপথ। নয়ডার সেক্টর-১৪এ ফ্লাইওভারের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনায় গাড়িতে পিষে প্রায় আধ কিলোমিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে যায় সুইগি ডেলিভারি বয়কে। এই ঘটনায় মৃত্যু হয়েছে বছর ২৪-এর ডেলিভারি বয় কৌশল যাদবের।

Advertisment

নয়ডার ইটাওয়ার বাসিন্দা কৌশল মাত্র দেড় বছর আগে বিয়ে করেন। নয়ডা এবং দিল্লিতে সুইগির জন্য ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন তিনি। এই ঘটনায় কৌশলের ভাই অমিত কুমার থানায় একটি এফআইআর দায়ের করছেন।

এফআইআরের পর পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের আশেপাশে ইনস্টল করা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে বিষয়টির তদন্ত করা হচ্ছে এবং শীঘ্রই অভিযুক্ত গাড়ি এবং চালক উভয়কেই গ্রেফতার করা হবে।

Noida Road Accident
Advertisment