মেহুল চোকসিকে হাতে পেতে এবার খানিকটা স্বস্তি পেল মোদি সরকার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসির প্রত্যর্পণ নিয়ে এবার অ্যান্টিগুয়া সরকারের থেকে সবুজসংকেত পেল কেন্দ্রীয় সরকার। যত দ্রুত সম্ভব নীরব মোদির মামাকে প্রত্যর্পণ করা হবে বলে আশ্বাস দিয়েছে অ্যান্টিগুয়া সরকার। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ চলাকালীনই সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন এ দেশের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। দু’ দেশের বিদেশমন্ত্রীর বৈঠকেই এ ব্যাপারে অ্যান্টিগুয়া সরকার আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার বলেন,‘‘অ্যান্টিগুয়ার বিদেশমন্ত্রী ই পি চেট গ্রিন আশ্বাস দিয়েছেন যে, মেহুল চোকসির প্রত্যর্পণের ব্যাপারে সে দেশের প্রধানমন্ত্রী ও সরকার সবরকম ভাবে সহযোগিতা করবে।’’ সংবাদমাধ্যমে বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার জানান যে, সে দেশের বিদেশমন্ত্রী আশ্বাস দিয়েছেন, অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রী ও সে সরকার মেহুলের প্রত্যর্পণের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, ওদের দেশে এজন্য কিছু আভ্যন্তরীন প্রক্রিয়া রয়েছে, সেগুলো ওরা করবে। একইসঙ্গে ভারত সরকার যে চোকসির প্রত্যর্পণ দ্রুততার সঙ্গে করতে চায়, সেকথাও অ্যান্টিগুয়া সরকারকে জানানো হয়েছে। নীরব মোদির মামার প্রত্যর্পণ যত দ্রুত সম্ভব করা যায়, সে ব্যাপারেও অ্যান্টিগুয়া সরকার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন, ইডি-র আনা সব অভিযোগ ভুয়ো, ভিডিও মেসেজে দাবি মেহুল চোকসির
প্রসঙ্গত, গত মাসেই নীরব মোদির মামা মেহুল চোকসির প্রত্যর্পণের আর্জি খারিজ করে দেয় অ্যান্টিগুয়া সরকার। এ প্রসঙ্গে এক চিঠিতে সে দেশের প্রধানমন্ত্রী জানান যে, চোকসির পাসপোর্ট বাতিল করা যাবে না, কারণ, এটা আইন মেনেই পাসপোর্ট পেয়েছেন তিনি। চোকসির বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণও মেলেনি বলে জানিয়েছিল সে দেশের সরকার।
চলতি বছরের জানুয়ারি মাসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকার প্রতারণার ঘটনা সামনে আসার আগেই দেশ ছেড়ে পালিয়েছেন হীরে ব্যবসায়ী নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসি। এরপর মামা-ভাগ্নেকে ধরতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে এ দেশের সরকারকে। পরে জানা যায় যে, অ্যান্টিগুয়া ও বার্বুডার নাগরিগত্ব পেয়েছেন মেহুল চোকসি।