পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ঢালাও প্রশ্ংসা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের পরিকাঠামোকে বিশ্বমানের বলে দাবি করলেন। সোমবার চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে একটি ১০০ শয্যা বিশিষ্ট মাদার অ্যান্ড চাইল্ড হাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, 'রাজ্যে হাসপাতালের মান আগে থেকে অনেক উন্নত হয়েছে। যে কোনও সরকারি হাসপাতাল গেলে মনে হবে বিশ্বের কোনও সেরা হাসপাতালে আছি।'
চিত্তরঞ্জন সেবা সদনের ১০০ শয্যা বিশিষ্ট মাদার অ্যান্ড চাইল্ড হাবের নাম দেওয়া হয়েছে ‘মাতৃ মা’। প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই মাদার অ্যান্ড চাইল্ড হাব রাজ্য সরকারি সহ হাসপাতালে গড়ে তোলা হচ্ছে। এই নিয়ে সারা বাংলায় ১৭টা ‘মাতৃ মা’ তৈরি হল। ৩০৩টি এসএনসিইউ রয়েছে। যেখানে অসুস্থ সদ্যোজাতদের ২৮ দিন বয়স পর্যন্ত চিকিৎসা করা হয়ে থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, 'বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভারতের মধ্যে শ্রেষ্ঠ। বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য আর শিক্ষা— এ রাজ্যে সবকিছু রয়েছে। এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না। এই রাজ্যে হাসপাতালের মান আগে থেকে অনেক উন্নত হয়েছে। যে কোনও সরকারি হাসপাতাল গেলে মনে হবে বিশ্বের কোনও সেরা হাসপাতালে আছি।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন