Advertisment

'শেষ দেখে ছাড়ব', অ্যাপলের সতর্কতা নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের

'কেন্দ্র এই বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
Apples threat notification Centre orders probe after Oppn raises issue , অ্যাপেলের সতর্কবার্তা ইস্যুতে তদন্তের নির্দেশ কেন্দ্রের

বিরোধীদের মুখ বন্ধ করতে তড়িঘড়ি পদক্ষেপ কেন্দ্রের।

বিরোধী নেতা-নেত্রীদের আইফোনে 'রাষ্ট্রীয় মদতে হ্য়াকিং' নিয়ে সতর্ক করেছে অ্যাপেল। যা নিয়ে দেশের রাজনীতি সরগরম। এবার এই 'হ্যাকিং' ইস্যুতে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। তদন্তে অভিযোগ সম্পর্কে 'শেষ দেখে ছাড়া'র হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে কেন্দ্রীয় কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 'আমি স্পষ্টভাবে বলতে চাই যে, কেন্দ্র এই বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। আমরা ইতিমধ্যেই এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছি এবং গুরুত্বসহকারে অনুসন্ধানের জন্য বলেছি।'

Advertisment

বিরোধী নেতা-নেত্রীদের আক্রমণ করে, এদিন বৈষ্ণব বলেছেন, 'এই দেশে কিছু বাধাধরা সমালোচক রয়েছেন যাঁদের যে কোনও বিষয়ে সমালোচনা করার অভ্যাস রয়েছে। তাঁরা আমাদের দেশের উন্নয়ন বা বৃদ্ধি সহ্য করতে পারেন না, কারণ তাদের পরিবার যখন দেশ শাসন করেছিল, তখন তাঁরা কেবল তাদের নিজস্ব পরিবারকে সন্তুষ্ট করার লক্ষ্য নিয়েই কাজ করেছিল - তাঁরা দেশের ভাল চিন্তা করেনি।' একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, 'অ্যাপলের সতর্কবার্তা শুধু ভারতে নয়, বিশ্বের আরও ১৫০টি দেশেও পৌঁছেছে। কেন এই সতর্কবার্তা? তা জানতেই বিশদে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু, যাঁরা এর জন্য সরকারের দিকে আঙুল তুলছেন, তাঁরা শুধু রাজনীতি করতে চান।'

আরও পড়ুন- মহুয়ার আইফোন হ্যাকের চেষ্টা কেন্দ্রের? অ্যাপল ‘সতর্কবার্তা’ পোস্ট করে তোলপাড় ফেললেন সাংসদ

অ্যাপেলের মেসেজ সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, 'অ্যাপলের পাঠানো ই-মেইল থেকে বোঝা যায়, তাদের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। তারা অনুমানের ভিত্তিতে এই সতর্কবার্তা পাঠিয়েছে। এটা ভুয়ো। অ্যাপল স্পষ্টত জানিয়েছে, সমালোচনার জন্য যারা সমালোচনা করছেন, তাদের অভিযোগ সত্য নয়। ১৫০টি দেশের মানুষের কাছে এই ধরনের পরামর্শ পাঠানো হয়েছে। যারা দেশের উন্নয়ন চায় না, তারাই এই ধ্বংসাত্মক রাজনীতি করছে। অ্যাপল বলে এই বিজ্ঞপ্তিগুলি যে তথ্যের উপর ভিত্তি করে আসে, তা অসম্পূর্ণ অথবা তাতে ভুল-ত্রুটি থাকে। তারা আরও বলে, অনেক সময়ই অ্যাপলের এই বিজ্ঞপ্তিগুলি ভুলবশত আসে।'

আরও পড়ুন- ফোন-ইমেল ‘হ্যাকিং’, অতীত স্মরণ করিয়ে মহুয়া-রাহুলদের পাল্টা নিশানা বিজেপির

শোরগোল ফেলা 'হ্যাকিং' বিতর্কে মুখ খুলেছে আইফোন-প্রস্তুতকারী সংস্থা অ্যাপল ইনকর্পোরেটেড। তাদের যুক্তি, 'ওই সতর্কবার্তা কোনও হুমকি নয়। কিছু বিজ্ঞপ্তি মিথ্যা সতর্কতা হতে পারে।'

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, শিবসেনার (উদ্ধব ঠাকরে) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, আপ সংসদ রাঘব চাড্ডা, কংগ্রেসের শশী থারুর, পবন খেরাদেরা দাবি, অ্যাপল সংস্থার কাছ থেকে তাঁরা একটি সতর্কবার্তা পেয়েছেন, যেখানে বলা হচ্ছে- তাঁদের আইফোন এবং ইমেইল হ্যাক করার চেষ্টা করতে পারে রাষ্ট্রের মদতপুষ্ট হ্যাকাররা। যাকে সমর্থন করেছেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে রাহুল বলেন, 'আদানি ইস্যু নিয়ে প্রশ্ন করতেই সরকারের পক্ষ থেকে আড়ি পাতা শুরু হয়েছে।' পাল্টা বিজেপির দাবি, অভিযোগ করেই ক্ষান্ত না থেকে এফআইআর করুন বিরোধী নেতা-নেত্রীরা। পেগাসাস তদন্তে বিশেষজ্ঞ তদন্ত কমিটির সামনে রাহুল গান্ধীর ফোন না জমা করার বিষয়টিকেও তুলে ধরেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।

rahul gandhi Shashi Tharoor Mahua Moitra Modi Government
Advertisment