হামাস জঙ্গিরা গাজা উপত্যকাজুড়ে প্রতিশোধমূলক ইজরায়েলি বিমান হামলায় প্ররোচনা দিয়েছে। তার আগে বড় আকারের হত্যাকাণ্ড চালানোর জন্য ইজরায়েলে অনুপ্রবেশ করেছিল চার দিন আগে। বুধবার ভারতের বিদেশ দফতরের নীরবতা বিশেষ করে পশ্চিম এশিয়ার অনেকেরই নজরে এসেছে। কারণ, দিল্লির কাছে এই যুদ্ধ বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নয়াদিল্লির বিবৃতি এমন একটা সময়ে জরুরি হয়ে পড়েছে, যখন আরব বিশ্বে ফাটল দেখা যাচ্ছে। ইসরায়েলে হামাসের আক্রমণ, বিশেষ করে বেসামরিক লোকদের হত্যার ঘটনা নিয়ে বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহি সরব হয়েছে। হামাসের হামলার নিন্দা করেছে। এই দেশগুলো আব্রাহাম চুক্তি স্বাক্ষর করেছে।
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার বলেছে যে তাদের বিমানবাহিনী আন্তঃসীমান্ত গুলি চালানোর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলাও চালিয়েছে। লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর সীমান্ত শহর আরামশায় ইজরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই জঙ্গি গোষ্ঠীটি বুধবার এক বিবৃতিতে দাবি করেছে যে ইজরায়েলের ওপর তাদের হামলার ফলে ‘বড় সংখ্যক’ সেনা আহত এবং কিছু ইজরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ বলেছে যে তাদের আক্রমণটি রবিবার ইজরায়েলি গোলাবর্ষণের প্রতিক্রিয়া ছিল। ইজরায়েলের সেই গোলাবর্ষণের জেরে তিন হিজবুল্লা জঙ্গি মারা গিয়েছে।
আরও পড়ুন- শুধু পাতে-ভাতে নয়- ইজরায়েলের পদক্ষেপে এবার ব্ল্যাকআউট গাজা!
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। নেতানিয়াহুকে মোদী বলেছেন, ‘ভারতের মানুষ এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসবাদের সমস্ত রূপ এবং প্রকাশের নিন্দা করে।’ একজন রাষ্ট্রদূত-সহ আরব দেশগুলির অন্তত তিনজন কূটনীতিক বলেছেন, তারা নয়াদিল্লির থেকে আরও ভারসাম্যপূর্ণ এবং সংক্ষিপ্ত বিবৃতি আশা করছেন। মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে আরব দেশের এক কূটনীতিবিদ বলেছেন, 'ভারতীয় কূটনীতিকরা সবেমাত্র একটি চমৎকার (জি২০) যৌথ মঞ্চ তৈরি করেছেন, যা একটি কূটনৈতিক ভারসাম্য রক্ষার জন্য দুর্দান্ত উদাহরণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গত দেড় বছর ধরেই তারা তা করে আসছে। তাদের দক্ষতা আছে, কিন্তু আমরা গত চার দিনে সেই দক্ষতা দেখিনি।'
পশ্চিম এশিয়ায়, একদিকে ইজরায়েলের সঙ্গে ভারতের গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে। অন্যদিকে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, ইরান এবং মিশরের মত কয়েকটি দেশ। পশ্চিম এশিয়া অঞ্চলে আনুমানিক ৯০ লক্ষ ভারতীয় বাস করেন এবং কাজ করেন। ভারত এই অঞ্চল থেকে ৫০ শতাংশেরও বেশি অপরিশোধিত তেল আমদানি করে। সম্প্রতি ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর ঘোষণার সময় এটির সংযোগ প্রকল্পগুলো নিয়ে উচ্চাকাঙ্ক্ষার কথা জানিয়েছে।
সুতরাং, গভীরভাবে বিভক্ত এবং মেরুকৃত পশ্চিম এশিয়া অঞ্চলে ভারতকে লক্ষ্য পূরণের জন্য একটি ভারসাম্য বজায় রাখতেই হবে। আপাতত এটাই সাউথ ব্লকের প্রতিরক্ষা সূত্র। ইজরায়েলি সাধারণ নাগরিকদের ওপর হামাসের হামলা আরব বিশ্বকে বিভক্ত করেছে এবং সেখানেও কোনও ঐক্যফ্রন্ট নেই। সংযুক্ত আরব আমিরশাহি রবিবার গভীর রাতে এক বিবৃতি জারি করে হামাসের হামলাকে একটি 'গুরুতর বাড়াবাড়ি' বলে নিন্দা করেছে। সংযুক্ত আরব আমিরশাহির বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আবার বলা হয়েছে যে ইজরায়েলি নাগরিকদের তাঁদের বাড়ি থেকে ক্রীতদাস হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই খবরে তাঁরা রীতিমতো, 'আতঙ্কিত'। এসব যাঁরা বলছেন, তাঁরা অবশ্য গাজায় ইজরায়েলের মারাত্মক হামলার সমালোচনার বিষয়টি এড়িয়ে গেছেন।