Advertisment

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে ‘লজ্জিত’ ক্যান্টরবেরির আর্চবিশপ

জালিয়ানওয়ালাবাগ স্মৃতি সৌধে গিয়ে ঐতিহাসিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এদিন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Archbishop of Canterbury Justin Welby, ক্যান্টরবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি, Jallianwala Bagh massacre, জালিয়ানওয়ালাবাগ নারকীয় হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগ, Jallianwala Bagh , জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগ , Justin Welby, জাস্টিন ওয়েলবি

জালিয়ানওয়ালাবাগ স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপন ক্যান্টরবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবির। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

জালিয়ানওয়ালাবাগ নারকীয় হত্যাকাণ্ড নিয়ে ‘লজ্জাপ্রকাশ’ করলেন ক্যান্টরবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। মঙ্গলবার ভারত সফরের শেষ দিনে জালিয়ানওয়ালাবাগ স্মৃতি সৌধে গিয়ে ঐতিহাসিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এদিন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।

Advertisment

মঙ্গলবার জালিয়ানওয়ালাবাগে পা রেখে ক্যান্টরবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি বলেন, ‘‘ব্রিটিশ সরকারের হয়ে কথা বলছি না। ব্রিটিশ সরকারের আধিকারিক নই আমি। আমি রাজনীতিক নই, একজন ধর্মীয় নেতা। তাই একজন ধর্মীয় নেতা হিসেবে এই হত্যাকাণ্ডে আমি শোকাহত। আমি খুবই লজ্জিত’’।

আরও পড়ুন: কাশ্মীর ভারতেরই, চিন-পাক দাবি উড়িয়ে দাবি নয়াদিল্লির

পরে ভিজিটার্স বুকে তিনি লিখেছেন, শতবর্ষ আগে নৃশংসতার সাক্ষী থেকেছে এই জায়গা। এজন্য গভীরভাবে লজ্জিত। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের সুস্থতার প্রার্থনা করি। একইসঙ্গে প্রার্থনা করি, যাতে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঘৃণাকে নির্মূল করতে পারি। জালিয়ানওয়ালাবাগ হক্যাকাণ্ডের জন্য ব্রিটিশ সরকারকে কি ক্ষমা চাইতে বলবেন তিনি? জবাব আর্চবিশপ বলেন, ‘‘আমার মনে হয়, যা আমি উপলব্ধি করেছি, সেটা স্পষ্ট ভাষায় বলেছি’’।

অন্যদিকে, ভারত সফরের অভিজ্ঞতা প্রসঙ্গে ক্যান্টরবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি বলেন, এটা খানিকটা তীর্থযাত্রা করার মতো। আমার কাছে এমন একটা অভিজ্ঞতা হয়েছে, যা কখনও ভুলব না।

Read the full story in English

national news
Advertisment