Advertisment

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ধুন্ধুন্মার, হাতাহাতি থেকে মৃত্যু

অন্যদিকে কোচি এবং তিরুবনন্তপুরমে দুটি পৃথক ঘটনায়, আর্জেন্টিনার জয় উদযাপন করার সময় সমর্থকদের হাতে লাঞ্ছিত হতে হয় দুই পুলিশ কর্মীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
fifa clashes kerala, fifa news, fifa world cup, argentina wins world cup, kerala football clash, kerala football fans clash, argentina fans, france fans, kerala news, kochi news

অন্যদিকে কোচি এবং তিরুবনন্তপুরমে দুটি পৃথক ঘটনায়, আর্জেন্টিনার জয় উদযাপন করার সময় সমর্থকদের হাতে লাঞ্ছিত হতে হয় দুই পুলিশ কর্মীকে।

রবিবার রাতে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জেতার পর, উত্তর কেরালার কান্নুরের কাছে উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৩। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisment

পুলিশ সূত্রে খবর, রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা ফাইনাল জেতার পরই আর্জেন্টিনা সমর্থকদের কটূক্তির মুখে পড়তে হয় ফ্রান্সের সমর্থকদের। তাতেই পরিস্থতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

অন্যদিকে কোচি এবং তিরুবনন্তপুরমে দুটি পৃথক ঘটনায়, আর্জেন্টিনার জয় উদযাপন করার সময় সমর্থকদের হাতে লাঞ্ছিত হতে হয় দুই পুলিশ কর্মীকে। একজন সিভিক ভলেন্টিয়ারকে কোচির রাস্তায় মারধর করা হয় বলে জানা গিয়েছে। কোল্লামে, স্থানীয় স্টেডিয়াম থেকে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের সময় স্টেডিয়াম ভেঙে নীচে পড়ে মৃত্যু হয় অক্ষয় কুমার,নামে ১৭ বছরের এক কিশোরের।

FIFA World Cup Argentina
Advertisment