ফের বিজেপি শাসিত রাজ্যে মসজিদে হামলা। হরিয়ানায় একটি গ্রামে মসজিদে ঢুকে কয়েকজন মুসলিম যুবককে শারীরিক নিগ্রহ করেছে বলে অভিযোগ। মসজিদে ভাঙচুরও চালানো হয়েছে বলে জানা গিয়েছে। একজন গুরুতর জখম হয়েছেন। রবিবার সন্ধেয় এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
বর্তমানে রমজান মাস চলছে। রবিবার সন্ধেয় হরিয়ানার সোনিপতে সান্ধাল কালান গ্রামে একটি মসজিদে তখন নমাজ চলছিল। সেই সময় মসজিদে বেশ কয়েকজন প্রার্থনা করছিলেন। তখনই গ্রামেরই কয়েকজন যুবক অস্ত্র নিয়ে মসজিদে হামলা চালায়। মাথায়, পায়ে এবং হাতে অস্ত্র দিয়ে আঘাত করা হয় নামাজিদের।
আক্রান্তরা জানিয়েছেন, তাঁরা সন্ধের নমাজ পড়ছিলেন। অভিযোগ, এমনকী মহিলা-বাচ্চাদেরও ছাড়েনি দুষ্কৃতীরা। হকি স্টিক দিয়েও মারধর করা হয়। আহতদের সোনিপত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন বিরাট সাফল্য পুলিশের, অমৃতপালকে গ্রেফতার স্রেফ সময়ের অপেক্ষা
সোনিপতের পুলিশ কমিশনার বি সতীশ বালান ওই গ্রামে পরিদর্শনে যান। তিনি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ৬ জনের আঘাত গুরুতর। ভোঁতা অস্ত্র দিয়ে মারধর করা হয়েছে। আহতরা ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ১৮ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিছু দুষ্কৃতী ওই গ্রামেরই বাসিন্দা তারা, আচমকা মসজিদে চড়াও হয়, সেখানে পুরুষ-মহিলা এমনকী বাচ্চাদেরও মারধর করে। ওই গ্রামে ১৫-২০টি মুসলিম পরিবার বাস করে। যাঁরা নমাজ পড়তে এসেছিলেন তাঁদেরই মারধর করা হয়েছে। ৫-৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে। কেন তারা এমন করল তার তদন্ত চলছে।