/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/Army-LEAD.jpg)
ভারতীয় সেনার কপ্টারের জরুরি অবতরণ। অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
জরুরি অবতরণ করল সেনার কপ্টার। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চে জরুরি অবতরণ করে ভারতীয় সেনার কপ্টার। নর্দার্ন সেনা কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল রনবীর সিং-সহ ৯ জন ছিলেন ওই কপ্টারে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। সংবাদসংস্থা পিটিআই-কে এ খবর জানিয়েছে ভারতীয় সেনা।
Sources: Army's Advanced Light Helicopter (ALH) makes an emergency landing in Poonch district (J&K). All passengers on-board, including Northern Army Commander Lt Gen Ranbir Singh, are safe. pic.twitter.com/TAwHeCyVKK
— ANI (@ANI) October 24, 2019
আরও পড়ুন: উপত্যকায় আর কতদিন নিষেধাজ্ঞা জারি থাকবে? কেন্দ্রকে ‘সুপ্রিম’ প্রশ্ন
Sources: One Advanced Light Helicopter (ALH) force-landed due to technical reasons, in the general area of Poonch today. It was not a crash. All seven passengers, travelling in the helicopter, are safe. #JammuAndKashmirhttps://t.co/T3dtmg01ln
— ANI (@ANI) October 24, 2019
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এ ঘটনায় এক বাসিন্দা জখম হয়েছেন। মান্ডি থেকে উড়েছিল কপ্টারটি।
Read the full story in English