Advertisment

মাঝ আকাশে ভেঙে পড়ল সেনাবাহিনীর চপার, গুরুতর আহত ২

চপারটি ঠিক কী কারণে মাঝ আকাশে ভেঙে পড়ে এবং সেটি কোথায় যাচ্ছিল সে সম্পর্কে এখনও কোন তথ্য মেলেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kishtwar, Kishtwar army helicopter crash, helicopter crash, jammu and kashmir Kishtwar crash, Kishtwar helicopter crash, india news, indian express

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি কপ্টার। জানা গিয়েছে কপ্টারটিতে তিনজন সেনাকর্মী ছিলেন। তার মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন পাইলট। কপ্টারটি ঠিক কী কারণে মাঝ আকাশে ভেঙে পড়ে এবং সেটি কোথায় যাচ্ছিল সে সম্পর্কে এখনও কোন তথ্য মেলেনি।

Advertisment

জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে ভেঙে পড়ল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। তবে হেলিকপ্টারটি ভেঙে পড়ার কারণ এখনও স্পষ্ট নয়। খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি মাঝ আকাশে ভেঙে পড়ে বলেই ধারণা।

এর আগে চলতি বছরের মার্চে অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে দুই পাইলট শহীদ হন। দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী, সশস্ত্র সীমা বল (SSB) এবং পুলিশ যৌথ অনুসন্ধান অভিযান শুরু করেন। কর্মকর্তাদের মতে, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেই ঘটে সেই দুর্ঘটনা।

Jammu & Kashmir
Advertisment