তিনটি গুলি খেয়েও কামড়ে ধরে জঙ্গিকে! কাশ্মীরের বারামুল্লা জেলায় এক পাক সন্ত্রাসবাদীর ছোঁড়া গুলিতে মৃত্যু হয় সেনা-কুকুর অ্যাক্সেলের। সেনা সূত্র জানায় ‘অ্যাক্সেলে’র দেহে মোট তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। ‘অ্যাক্সেল’ গুলিবিদ্ধ হওয়ার পরও এক সন্ত্রাসবাদীকে জড়িয়ে ধরে মারণ কামড়ও দেয়। সেনা সূত্র জানায় যে অ্যাক্সেলের সাহসিকতায় প্রাণ বাঁচে ২ সেনা কর্মীর। সার্ভিসে থাকাকালীন তার নম্বর ছিল ’74B7’।
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মরণোত্তর বীরের পুরস্কার, 'মেনশন-ইন-ডেসপ্যাচ' দিয়ে সম্মানিত করা হয় অ্যাক্সেলকে। উপত্যকায় সন্ত্রাসবাদীর গুলিতে নিহত অ্যাক্সেলই একমাত্র সেনা কুকুর যে তার সাহসিকতার জন্য এই পুরস্কার পেল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে “বিভিন্ন সামরিক অভিযানে উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রপতি 'মেনশন-ইন-ডেসপ্যাচ' অনুমোদন করেছেন। সেনা কুকুর অ্যাক্সেলকে সেই সম্মান দিতে পেরে আমরা গর্বিত”।
মাত্র ২ বছর বয়সেই সেনার সঙ্গে জঙ্গি দমন অভিযানে বেশ পারদর্শী অ্যাক্সেল। সেনা সূত্র জানিয়েছে ‘অ্যাক্সেলের’ সঙ্গে জঙ্গি দমন সেই অভিযানে ছিল আরও এক সেনা কুকুর ‘বাজাজ’ও। যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল সেখানে প্রথমে পাঠান হয় ‘বাজাজ’কে। কিন্তু সন্ত্রাসবাদীদের খোঁজ না পেয়ে ফিরে আসে ‘বাজাজ’।
আরও পড়ুন: < লালকেল্লা থেকে দুর্নীতিকে প্রশ্রয় ইস্যুতে সরব মোদী, নাম না করে কটাক্ষ তৃণমূলকে? >
এরপরেই ‘অ্যাক্সেলে’র শরীরের ক্যামেরা লাগিয়ে সেই বাড়িতেই প্রবেশ করান হয়। বিপদ বুঝে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এরপরেই সেনাও পাল্টা গুলি চালাতে শুরু করে। কাশ্মীরের বারামুল্লা জেলায় এক পাক সন্ত্রাসবাদীর ছোঁড়া গুলিতে মৃত্যু হয় অ্যাক্সেলের। তবুও তার কৃতিত্বে প্রাণ বাঁচে ২ সেনা কর্মীর।
সেনা সূত্র জানায় ‘অ্যাক্সেলে’র দেহে মোট তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। ‘অ্যাক্সেল’ গুলিবিদ্ধ হওয়ার পরও এক সন্ত্রাসবাদীকে জড়িয়ে ধরে মারণ কামড়ও দেয়। অ্যাক্সেলের মৃত্যু সেদিন নাড়িয়ে দিয়েছিল কোটি কোটি ভারতবাসীর হৃদয়। রাষ্ট্রীয় রাইফেলস সদর দফতরে চোখের জলের বিদায় জানান হয় অ্যাক্সেলকে।