Advertisment

সোপিয়ানে সেনা এনকাউন্টারে নিহত ৩ জঙ্গি, আত্মসমর্পণ ১

জঙ্গিরা সবাই স্থানীয় আল-বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য। তারা নতুন যোগ দিয়েছিল দলে। প্রথমে সেনা অনেক চেষ্টা করে যাতে তারা সবাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু ১ জন ছাড়া বাকিরা গুলি চালাতে শুরু করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Army Encounter in Sophian Jammu and Kashmir, Indian Army, Terrorist, Samba, Pakistan

দিন কয়েক আগেই সাম্বা সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা। আর এবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ জঙ্গি নিহত হয়েছে। সেনার কাছে আত্মসমর্পণ করেছে আরও ১ জঙ্গি। নতুন বছরে কাশ্মীরে যৌথ বাহিনীর কাছে এটা অন্যতম বড় সাফল্য। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Advertisment

কাশ্মীর পুলিশের তরফে বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কানিগাম এলাকায় বুধবার রাতেই হানা দেন নিরাপত্তারক্ষীরা। পুরো এলাকা ঘিরে ফেলেন তাঁরা। নিরাপত্তারক্ষীদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গ্রেনেডও ছোড়ে তারা। পাল্টা জবাব দেওয়া শুরু হয় নিরাপত্তাবাহিনীর তরফে। বুধবার রাতভর চলে এই গুলির লড়াই। বৃহস্পতিবার সকালে এনকাউন্টার শেষ হয়। তার পরে দেখা যায় সংঘর্ষে নিহত হয়েছে ৩ জঙ্গি। অন্য দিকে ১ জঙ্গি আত্মসমর্পণ করে।

সেনা সূত্রে খবর, জঙ্গিরা সবাই স্থানীয় আল-বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য। তারা নতুন যোগ দিয়েছিল দলে। প্রথমে সেনা অনেক চেষ্টা করে যাতে তারা সবাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু ১ জন ছাড়া বাকিরা গুলি চালাতে শুরু করে। তার পরেই গুলির লড়াই হয়। যে জঙ্গি আত্মসমর্পণ করেছে তার নাম তৌসিফ আহমেদ। নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখছেন নিরাপত্তারক্ষীরা।

Samba Army Encounter in Sophian Jammu and Kashmir Terrorist pakistan Indian army
Advertisment