/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-197.jpg)
মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই ঘটনার তদন্ত দাবি করেছেন। পাশাপাশি ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে তিনি বিজেপিকেও আক্রমণ করেন।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। শনিবার (২৪ জুন) তিনি টুইট করেছেন, "পুলওয়ামার একটি মসজিদে সেনার ৫০ আরআর জওয়ান প্রবেশ করে মুসলমানদের 'জয় শ্রী রাম' স্লোগান দিতে বাধ্য করার খবর শুনে হতবাক হয়েছি৷ যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে উপস্থিত ছিলেন তখন এটি ঘটেছিল৷ "
মেহবুবা মুফতি এই পদক্ষেপকে ‘উস্কানিমূলক’ কাজ বলে অভিহিত করেছেন এবং চিনার কর্পসের কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে এই ঘটনার তদন্তের অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি মেহবুবা মুফতি আরও লিখেছেন, অমিত শাহের সফরের আগে এই ধরণের উস্কানিমূলক কাজ আমাকে অবাক করেছে। লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে ট্যাগ করে মুফতি বলেন, "এই ঘটনার অবিলম্বে তদন্ত করা উচিত।"
Shocked to hear about army troops from 50 RR storming into a mosque at Pulwama & forcing muslims inside to chant ‘Jai Shree Ram’. Such a move when @AmitShah is here & that too ahead of yatra is simply an act of provocation. Request @RgGhai to immediately set up a probe.
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 24, 2023
আগের দিন, মেহবুবা মুফতি বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন, "জম্মু ও কাশ্মীর ছিল বিজেপির জন্য একটি 'ল্যাবরেটরি'।" তিনি বলেন, "কেন্দ্রে বিজেপিকে কীভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় তার কৌশল তৈরি করতে গতকাল পাটনায় ১৫ বিরোধী দল এক মঞ্চে একত্রিত হয়েছিল।"
তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর একটি ছিল বিজেপির কাছে স্রেফ এক পরীক্ষাগার এবং কেন্দ্রের আনা অধ্যাদেশের মাধ্যমে আমরা আজ দিল্লিতে যা দেখছি, তা আমাদের রাজ্যে শুরু হয়েছিল অনেক আগে। দুর্ভাগ্যবশত, তখন খুব কম লোকই তা বুঝতে পেরেছিল।" মেহবুবা মুফতি অভিযোগ করেছেন, "যদি বিজেপি ২০২৪ সালে ক্ষমতায় ফিরে আসে, তবে দেশের সংবিধানকে পায়ের তলায় রেখে কাশ্মীরের মতো পুরো দেশে একই কাজ করবে বিজেপি।"